WI-র প্লেয়াররা শটই মারতে যায়নি, তাই উইকেট পায়নি ভারত, হাস্যকর যুক্তি বোলিং কোচের
দুই ম্যাচের টেস্ট সিরিজে ১-০ তে পিছিয়ে রয়েছে ক্যারিবিয়ানরা। দ্বিতীয় ম্যাচে ভারত অনেকটাই এগিয়ে রয়েছে তাদের থেকে। ভারতের বিশাল রানের লক্ষ্যের সামনে ওয়েস্ট ইন্ডিজের ব্যাটারদের বিশেষ তারা লক্ষ্য করা যাচ্ছে না। গত ম্যাচের মতো এই ম্যাচেও পিচ নিয়ে চাপা সমস্যা রয়েছে টিম ইন্ডিয়ার। বোলিং কোচ পরশ মামব্রে দ্বিতীয় টেস্টের জন্য ব্যবহৃত পিচটিকে ব্যাটিংয়ের জন্য খুব ধীর গতির বলে অভিহিত করেছেন। এর সঙ্গে সঙ্গে ক্যারিবিয়ানদের কোনও তাড়াহুড়ো না থাকায় শট খেলার জন্য তাদের আলসেমির জন্য সমালোচনা করেছেন।
দুটি টেস্ট ম্যাচে ভারতীয় ব্যাটারা অসাধারণ পারফরম্যান্স করলেও পিচ নিয়ে একটা সমস্যা রয়েছে তাদের মধ্যে। প্রথম ম্যাচে বিরাট কোহলির মতো ব্যাটার অনেক বল খেলেন রান সংগ্রহের জন্য। চলতি ম্যাচের তৃতীয় দিনের খেলা শেষে মামব্রে বলেন, ‘আমরা অসাধারণ খেলেছি। আমাদের বোলাররাও পরিকল্পনামতই কাজ করেছে। তাদের থেকে যা আশা করা হয়েছিল তাই করেছে। এই পিচ খুব ধীর গতির। তবে ব্যাটিংয়ের জন্য খুব সহজ। শেষের দিকে বল একটু ঘুরতে থাকে। ওয়েস্ট ইন্ডিজ ব্যাট হাতে অনেক রক্ষণাত্মক। যখন শট খেলার চেষ্টা হয় তখন উইকেট পাওয়ার সুযোগ থাকে কিন্তু ওরা সেই চেষ্টাও করেনি। এই পিচে ২০ উইকেট নেওয়া কঠিন ব্যাপার।’
তিনি আরও বলেন, ‘হ্যাঁ, ডমিনিকার পিচে টার্ন ছিল। আমরা পরিস্থিতিকে আরও ভালোভাবে ব্যবহার করেছি। আমাদের বোলারদের মান আমাদেরকে সাহায্য করেছে। যদিও এই পিচে ২০ উইকেট নেওয়া কঠিন হবে। আমাদের প্রথম টার্গেট হল প্রথম ইনিংসে ওদের অলআউট করা। তারপর বাকি জিনিস নিয়ে ভাবনা চিন্তা করব। স্পষ্টতই এই ধরনের উইকেটে বোলারদের জন্য এটা কঠিন কাজ।’
তৃতীয় দিনের শেষে ২২৯ রানের পাঁচ উইকেট হারিয়ে ব্যাট করছে ওয়েস্ট ইন্ডিজ। ভারতীয় বোলিং মনে করছেন, চতুর্থ দিনের সকালে বোলাররা যদি কয়েকটা উইকেট তুলে নিতে পারে তাহলে সেটা দলকে অনেক সাহায্য করবে। তিনি বলেন, ‘আমরা ম্যাচ জেতার চেষ্টা করছি। প্রতিটি সেশন ধরে আমরা এগোতে চাই। প্রথম কয়েক ঘণ্টা কেমন যায় সেটাই এখন দেখার আমাদের সৌভাগ্য বল এখনও নতুন আছে। মহম্মদ সিরাজ এবং মুকেশ কুমার যেভাবে বোলিং করছে। সুইং করাছে তাতে মনে হচ্ছে আমরা উইকেট নিতে পারি। আমরা জেতার মানসিকতা নিয়ে খেলছি।’
For all the latest Sports News Click Here