WC Qualifier: রোনাল্ডো ভক্তদের স্বস্তি,ব্রুনোর দাপটে কাতারের ছাড়পত্র পর্তুগালের
সব জল্পনার অবসান ঘটিয়ে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর ভক্তদের স্বস্তি দিয়ে অবশেষে কাতার বিশ্বকাপের ছাড়পত্র পেয়ে গেল পর্তুগাল। তবে সিআরসেভেনের দলকে বিশ্বকাপের মূল পর্বে তোলার আসল নায়ক ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের তারকা ব্রুনো ফার্ন্ডান্ডেজ। তবে পরোক্ষে বড় হাত রয়েছে রোনাল্ডোর। তাঁর জোড়া গোলেই ২-০ নর্থ ম্যাসেডোনিয়াকে হারিয়ে কাতার বিশ্বকাপের মূল পর্বে পৌঁছে গেল পর্তুগাল।
ম্যাচের প্রথম থেকেই জেতার জন্য মরিয়া ছিলেন পর্তুগাল। বিরতির আগেই ৩২ মিনিটে প্রথম গোল করেন ব্রুনো। পেনাল্টি বক্সের সামনে তাঁকে গোলের জন্য সুন্দর একটি বল সাজিয়েগুছিয়ে দেন সেই ক্রিশ্চিয়ানো রোনাল্ডোই। শুধু গোল করার অপেক্ষা ছিল। কোনও ভুল করেননি ব্রুনো। বিরতিতে ১-০ এগিয়ে ছিল পর্তুগাল। বিরতির পরেও নর্থ ম্যাসেডোনিয়া গোলশোধ করা তো দূরের কথা, বরং ৬৫ মিনিটে ২-০ এগিয়ে যায় পর্তুগাল। দিয়েগো জোটার কোণাকোণি বাড়ানো বল ধরে জোরালো ভলিতে নিজের দ্বিতীয় গোলটি করেন ব্রুনো। নর্থ ম্যাসিডোনিয়া গোলের কোনও সুযোগ পায়নি। ম্যাচটি ০-২ হেরে যায় তারা।
ইতালিকে বিশ্বকাপ থেকে ছিটকে দিয়ে প্লে-অফ ফাইনালে পর্তুগালের মুখোমুখি হয়েছিল নর্থ ম্যাসিডোনিয়া। এ দিকে পর্তুগাল প্লে-অফ সেমিফাইনালে ৩-১-এ হারিয়েছিল তুরস্ককে। প্লে-অফ ফাইনালে জিতে কাতার বিশ্বকাপের টিকিট কেটে ফেললেন রোনাল্।
তবে পর্তুগালের মূল পর্বে ওঠার দিনেই মহম্মদ সালাহর ইজিপ্ট বিশ্বকাপে খেলার স্বপ্ন শেষ হয়ে গিয়েছে। ফেব্রুয়ারি মাসে আফ্রিকা কাপ অব নেশনস ফাইনালের মতো এ বারও সেনেগালের কাছে হারতে হল তাদের। টাইব্রেকারে গোল করতে ব্যর্থ হন লিভারপুলের তারকা সালাহ। কিন্তু সতীর্থ সাদিয়ো মানে টাইব্রেকার থেকে জয়সূচক গোল করে বিশ্বকাপে খেলা নিশ্চিত করে দেন সেনেগালের।
For all the latest Sports News Click Here