WC Qualifier-এর ম্যাচ হচ্ছে যে মাঠে, সেখানে ভয়ানক আগুন,পুড়ে ছাই গ্যালারির একাংশ
জিম্বাবোয়েতে এই মুহূর্তে বিশ্বকাপের কোয়ালিফিকেশন রাউন্ডের ম্যাচ চলছে। তবে মঙ্গলবার রাতে হারারে স্পোর্টস ক্লাবে একটি বড় দুর্ঘটনা ঘটে যায়। মঙ্গলবার গভীর রাতে হারারে স্পোর্টস ক্লাবে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। স্টেডিয়ামের একটি অংশ মারাত্মকভাবে পুড়ে গিয়েছে। এবং আগুনের শিখা মারাত্মক ভয়াবহ হয়ে উঠেছিল এবং সেটা খুব দ্রুত ছড়িয়ে পড়ছিল।
এই ঘটনাটি ঘটেছিল মঙ্গলবার গভীর রাতে। আর এই ঘটনাটি ঘটার আগে এই মাঠেই জিম্বাবোয়ে ৬ উইকেটে হারিয়েছিল নেদারল্যান্ডসকে। যদিও ম্যাচ শেষ হওয়ার ৬ ঘণ্টার এই দুর্ঘটনা ঘটে।
আরও পড়ুন: ব্যাজবল থিয়োরি মেনেই লর্ডসে প্রত্যাবর্তন করব- হুমকির সুর ম্যাকালামের গলায়
জিম্বাবোয়ে ক্রিকেট এক বিবৃতিতে জানিয়েছে, ‘হারারে স্পোর্টস ক্লাবের দক্ষিণ-পশ্চিম দিকের একটি গ্যালারিতে আগুন লাগে। সঙ্গে সঙ্গে দমকলে খবর দেওয়া হয়। দমকল বিভাগ খুব দ্রুত পদক্ষেপ করেছে। ফলে কারও প্রাণহানি হয়নি। যে গ্যালারিতে আগুন লেগেছিল সেটার কিছুটা অংশ পুড়ে গিয়েছে। তবে এর ফলে পরবর্তী ম্যাচগুলোতে কোনও সমস্যা হবে না। সূচি অনুযায়ী সব ম্যাচ হবে।’
ঘটনার খবর পেয়ে দমকল বিভাগ দ্রুত ব্যবস্থা নিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। কী কারণে এই আগুন লেগেছে তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। এই বিষয়ে তদন্ত চলছে। আগুন নেভানোর পর আইসিসি নিরাপত্তা কমিটি এবং জিম্বাবোয়ে ক্রিকেটের কর্তারা ঘটনাস্থল পরিদর্শন করে দেখেন। তবে এখন পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে এবং বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচের সময় সূচিতে নতুন কোনও পরিবর্তনের প্রয়োজন নেই। বিশ্বকাপের বাছাইপর্বের ম্যাচগুলো তাদের নির্ধারিত সূচি অনুযায়ী এখানেই অনুষ্ঠিত হবে।
আরও পড়ুন: 2024 T20 WC-এর জন্য বদলাতে হবে ভারতীয় ব্যাটিং অর্ডার, কোথায় ফাঁক ভরাট করা হবে?
হারারে স্পোর্টস ক্লাবে এখনও আরও চারটি খেলা বাকি রয়েছে। তার মধ্যে একটি যোগ্যতা অর্জন পর্বের ফাইনালও। যে দু’টি দল সেই ফাইনালে উঠবে, তারা ভারতে আয়োজিত এক দিনের বিশ্বকাপে সুযোগ পাবে।
বিশ্বকাপ কোয়ালিফিকেশনে জিম্বাবোয়ে এবং ওমান নিজেদের গ্রুপে ৪, ৪ করে পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে। দুই দলই তাদের উদ্বোধনী ম্যাচ জিতেছে। আর ওয়েস্ট ইন্ডিজ এবং শ্রীলঙ্কার তাদের নিজ নিজ গ্রুপে এখনও পর্যন্ত মাত্র একটি করে ম্যাচ খেলেছে এবং তাদের পয়েন্ট ২ করে।
For all the latest Sports News Click Here