WC ফাইনালে হ্যাটট্রিক করেও নিজেকে ব্যর্থ বলছেন এমবাপে
শুভব্রত মুখার্জি: বিশ্বকাপ ফুটবলের ইতিহাসে অন্যতম সেরা ফাইনাল কাতার বিশ্বকাপের ফাইনাল। হাড্ডাহাড্ডি লড়াইয়ের পরে পেনাল্টি শুট আউটে সেই ফাইনাল জেতে আর্জেন্তিনা দল। ফাইনালে অতিরিক্ত সময়ের পর খেলা ৩-৩ থাকার পরে পেনাল্টি শুট আউটে ফ্রান্সকে মাত দিয়েছিল তাঁরা। সেই ফাইনালের দুই নায়ক ছিলেন আর্জেন্তিনার লিওনেল মেসি এবং ফ্রান্সের কিলিয়ান এমবাপে। যারা আবার ঘটনাচক্রে ক্লাব সতীর্থও। ফাইনালের পর নাকি কথা হয়েছিল দুই তারকার! এমনটাই জানিয়েছেন এমবাপে। কী কথা হয়েছিল সেদিন দুই তারকার তাও বিস্তারিত জানিয়েছেন তিনি।
পিএসজিতে একসঙ্গেই খেলেন দুই তারকা ফুটবলার। সেই ফাইনালে নিজেদের দেশকে জেতাতে চেষ্টার কোনও ত্রুটি ছিল না কোনও পক্ষের। কেউ কাউকে এক ইঞ্চিও জমি ছাড়তে ছিলেন নারাজ। আবার ম্যাচ শেষে দুই পেশাদার ফুটবলারের মধ্যে দেখা যায় বন্ধুত্ব। দুই বন্ধুর মধ্যে সেই রাতে কাতারে কি কথোপকথন হয়েছিল তা নিয়ে বলতে গিয়ে এমবাপে জানান ‘আমার সঙ্গে লিওর কথা হয়েছিল। বিশ্বকাপ ফাইনালের পরেই আমাদের দুজনের কথাও হয়। লিও ফাইনাল জেতার পরে আমি ওঁকে শুভেচ্ছাও জানিয়েছিলাম। জীবনের অন্যতম সেরা প্রাপ্তি ছিল ওঁর। তবে সেদিন আমি ব্যর্থ হয়েছিলাম।’
এমবাপে আরও জানান ‘আপনাকে সব সময়ই ভালো ফুটবলার হতে হবে। না-হলে ফাইনালের মতন মঞ্চে দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়াটা অসম্ভব বিষয়।’ বিশ্বকাপ ফাইনালের পরে মেসি এখনও ক্লাবে যোগ দেননি। তবে এমবাপে বুধবার রাতের ম্যাচে খেলেছেন। পিএসজির হয়ে স্ট্রাসবুর্গের বিরুদ্ধে খেলেন এমবাপে। তবে খেলা শুধু নয়। এদিনের ম্যাচে দলের হয়ে জয়সূচক গোলটিও করেন তিনি। ২-১ গোলে পিএসজি ম্যাচে জয় পায়। এই ম্যাচেই পিএসজির ব্রাজিলীয় তারকা নেমার জুনিয়র লাল কার্ড দেখেন। ৬২ মিনিটে ম্যাচে দ্বিতীয়বার হলুদ কার্ড দেখার কারণে তাঁকে বেরিয়ে যেতে হয়। তবে এরপরেও জয় তুলে নিতে অসুবিধা হয়নি এমবাপের পিএসজির।
For all the latest Sports News Click Here