WBBL Final: পারথ স্কর্চার্স বনাম অ্যাডিলেড স্ট্রাইকার্স, একনজরে খুঁটিনাটি
শুভব্রত মুখার্জি
অস্ট্রেলিয়ার পারথে শনিবাসরীয় দুপুরে ২০২১ সালের মহিলা বিগ ব্যাশ ফাইনালে মুখোমুখি হতে চলেছে পারথ স্কর্চার্স এবং অ্যাডিলেড স্ট্রাইকার্স দুই দল। সোফি ডেভাইনের নেতৃত্বাধীন স্কর্চার্স সরাসরি ফাইনালে পৌঁছায়। তারা লিগ টেবিলের শীর্ষে থাকার দৌলতে সরাসরি পৌঁছে যায় ফাইনালে।
১৪টি ম্যাচের মধ্যে পারথ মাত্র ৩টি ম্যাচে হারের মুখ দেখে। তাদের রান রেটও খুব ভালো ছিল। তাদের শেষ ম্যাচে অ্যাডিলেড ওভালে তারা ৮ উইকেটে সিডনি সিক্সার্সকে হারায়। বল হাতে অ্যাডিলেডের হয়ে অ্যালানা কিং এবং ব্যাট হাতে কোলে পিপারো সেদিন পারথের হয়ে ম্যাচের স্টার পারফর্মার ছিলেন।
অন্যদিকে তাহিলা ম্যাকগ্রাথের নেতৃত্বাধীন অ্যাডিলেড পয়েন্ট তালিকায় চতুর্থ স্থানে রয়েছে। এলিমিনেটরে ব্রিসবেন হিটকে ৮ উইকেটে হারিয়ে তারা চ্যালেঞ্জার্সে পৌঁছায়। সেখানে মেলবোর্ন রেনেগেডসকে হারিয়ে তারা ফাইনালে পৌঁছে যায়।
উল্লেখ্য এই মরশুমের ডব্লুবিবিএলে ফাইনাল ম্যাচটিই প্রথম পারথের উইকেটে খেলা হতে চলেছে। বিশেষজ্ঞদের মতে উইকেট স্পোর্টিং হবে। টসে জিতলে যে কোনও দল প্রথমে ব্যাট করতে চাইবে। একনজরে দেখে নেওয়া যাক দুই দলের সম্ভাব্য প্রথম একাদশ।
∆ পারথ স্কর্চার্স :-
সোফি ডেভাইন (ক্যাপ্টেন), বেথ মুনি (উইকেটকিপার), কোলে পিপারো, মাথিল্ডা কারমাইকেল, পিয়েপা ক্লিয়ারি, অ্যামি এডগার, হিথার গ্রাহাম, মারিজান কাপ, অ্যালানা কিং, তানিয়াল্লে পেসচেল, লিল্লি মিলিস।
∆ অ্যাডিলেড স্ট্রাইকার্স :-
ক্যাটি ম্যাক, ড্যান ভ্যান নিকার্ক, লরা উইলভারবার্ট, তাহিলা ম্যাকগ্রাথ (ক্যাপ্টেন), ব্রিজেট প্যাটারসন, আমান্ডা ওয়েলিংটন, সারা কোয়েট, টেগান ম্যাকফার্লিন, জেম্মা বার্সবি, মেগান স্কুট, ডার্সি ব্রাউন।
For all the latest Sports News Click Here