WBBL 2022: দুর্দান্ত ফিল্ডিং, গ্রিনের এই ক্যাচটিই হতে পারে মরশুমের সেরা, ভিডিয়ো
সবে মাত্র শুরু হয়েছে মহিলা বিগ ব্যাশ লিগের নতুন মরশুম। লিগের সাত নম্বর ম্যাচে মাঠে নেমে এমন একটি দুর্দান্ত ক্যাচ ধরেন ম্যাডি গ্রিন, যা শেষমেশ টুর্নামেন্টের সেরা ক্যাচের পুরস্কার জিতে নিতে পারে।
সিডনি থান্ডারের বিরুদ্ধে লড়াই ছিল পারথ স্কর্চার্সের। টস জিতে শুরুতে ব্যাট করতে নামে সিডনি। ম্যাচের প্রথম ইনিংসের ১৮তম ওভারে অসাধারণ ফিল্ডিংয়ের নমুনা পেশ করেন পারথের গ্রিন।
অ্যালানা কিংয়ের ওভারের শেষ বল (১৭.৬ ওভারে) স্টেপ-আউট করে লেগ সাইডে তুলে মারেন অ্যানিকা লিরয়েড। বাউন্ডারি লাইনে বলের পিছনে ধাওয়া করে শরীর ছুঁড়ে দেন গ্রিন। বল মাঠে ড্রপ করার ঠিক আগের মুহূর্তে শূন্যে উড়ে ক্যাচ ধরে নেন তিনি। নিশ্চিত বাউন্ডারি লেখা শটে আউট হয়ে সাজঘরে ফিরতে হয় লিরয়েডকে।
আরও পড়ুন:- 2,2,W,W,W,W: এলেন, বল করলেন, এক ওভারেই ম্যাচ জেতালেন শামি, এভাবেও ফিরে আসা যায়! ভিডিয়ো
পরে হবার্ট হ্যারিকেনসের বিরুদ্ধে মলি স্ত্রানোকে সাজঘরে ফেরাতে একই রকম একটি ক্যাচ ধরেন গ্রিন। চলতি মহিলা বিগ ব্যাশ লিগে ফিল্ডিংকে অন্য মাত্রায় তুলে নিয়ে গিয়েছেন ম্যাডি।
আরও পড়ুন:- T20 WC 2022: চিতার ক্ষিপ্রতায় রানআউট, অজিদের অবাক করা ক্যাচ, অনুশীলন ম্যাচেই ফাটাফাটি কোহলি- ভিডিয়ো
উল্লেখযোগ্য বিষয় হল, সিডনি থান্ডার ও হবার্ট হ্যারিকেনসের বিরুদ্ধে ২টি ম্যাচেই জয় তুলে নেয় পারথ স্কর্চার্স। রবিবার সিডনিকে তারা ৯ উইকেটে পরাজিত করে। শুরুতে ব্যাট করে সিডনি ৮ উইকেটে ৮৮ রান তোলে। জবাবে ব্যাট করতে নেমে পারথ ১ উইকেট হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় ৮৯ রান সংগ্রহ করে নেয়।
সোমবার হ্যারিকেনসকে ৮ উইকেটে হারিয়ে দেয় স্কর্চার্স। শুরুতে ব্যাট করে হবার্ট ৯ উইকেটে ১০৯ রান সংগ্রহ করে। পালটা ব্যাট করতে নেমে পারথ ২ উইকেটে ১১০ রান তুলে ম্যাচ জিতে যায়। পারথ স্কর্চার্স ২টি ম্যাচই ইনিংসের ১৫তম ওভারে জিতে নেয়।
For all the latest Sports News Click Here