WBBL 2022: ওস্তাদের মার শেষ রাতে, শেষ ওভারে ৩ উইকেট নিয়ে ম্যাচ জেতালেন অজি তারকা
একেই বলে ওস্তাদের মার শেষ রাতে। ম্যাচের একেবারে শেষ ওভারে দুর্দান্ত বল করে দলকে জয় এনে দিলেন জেস জোনাসেন। তাঁর শেষ ওভারে তিন উইকেটের সুবাদেই মেয়েদের বিগ ব্যাশ লিগে মেলবোর্ন স্টার্সকে ৯ রানের সংক্ষিপ্ত ব্যবধানে পরাজিত করে ব্রিসবেন হিট।
রে মিচেল ওভালে টস জিতে শুরুতে ব্যাট করতে নামে ব্রিসবেন হিট। তারা নির্ধারিত ২০ ওভারে ৩ উইকেটের বিনিময়ে ১৭৯ রানের বড়সড় ইনিংস গড়ে তোলে। এলি জনস্টন ৫৪ রানের ঝকঝকে ইনিংস খেলেন। ৩৪ বলের ইনিংসে তিনি ৩টি চার ও ৪টি ছক্কা মারেন।
এছাড়া জর্জিয়া রেডমাইন ৩০ বলে ৩৩, জর্জিয়া ভল ২৮ বলে ৪০ ও অ্যামেলিয়া কের ২৪ বলে ২৮ রান করেন। ১টি করে উইকেট নেন মেলবোর্নের সাশা, সোফি ও অ্যালিস ক্যাপসি।
আরও পড়ুন:- T20 World Cup 2022: টি-২০ বিশ্বকাপ থেকে ছিটকে যাওয়া তারকাদের নিয়ে অনায়াসে গড়া যায় শক্তিশালী দল, দেখে নিন তালিকা
পালটা ব্যাট করতে নেমে মেলবোর্ন স্টার্স একসময় ১৮.২ ওভারে ৪ উইকেটের বিনিময়ে ১৬৫ রান তুলে ফেলে। সুতরাং, জয়ের জন্য শেষ ১০ বলে তাদের দরকার ছিল ১৫ রান। হাতে ছিল ৬টি উইকেট। ১৯তম ওভারে টেস ফ্লিন্টফকে সাজঘরে ফেরান সিপেল। শেষ ওভারের প্রথম, পঞ্চম ও ষষ্ঠ বলে জোনাসেন তুলে নেন যথাক্রমে অ্যানাবেল সাদারল্যান্ড, সাশা ও সোফির উইকেট।
আরও পড়ুন:- T20 World Cup-এ এবার এই ৫টি সর্বকালীন রেকর্ড ভেঙে যেতে পারে, কারা গড়তে পারেন নতুন নজির, মিলছে স্পষ্ট ইঙ্গিত
মেলবোর্ন ২০ ওভারে ৮ উইকেটের বিনিময়ে ১৭০ রানে আটকে যায়। ব্যর্থ হয় লরেন উইনফিল্ড-হিলের দুর্দান্ত হাফ-সেঞ্চুরি। তিনি ১১টি বাউন্ডারির সাহায্যে ৫১ বলে ৭৪ রান করে আউট হন। ২২ বলে ৪৫ রান করেন সাদারল্যান্ড। তিনি ৬টি চার ও ১টি ছক্কা মারেন। জোনাসেন ৩টি, অ্যামেলিয়া কের ২টি ও জেস কের ১টি উইকেট নেন। ম্যাচের সেরা ক্রিকেটারের পুরস্কার জেতেন এলি জনস্টন।
For all the latest Sports News Click Here