Viral Video: ক্রিকেটের ইতিহাসের সেরা শট! মায়ের্সের ‘অসম্ভব’ ছক্কায় মজে গম্ভীররা
কাইল মায়ের্সের অবিশ্বাস্য ছক্কায় মজে ক্রিকেটবিশ্ব। সাধারণ ক্রিকেটপ্রেমীরা তো বটেই, এমনকি তারকা ক্রিকেটাররাও বিশ্বাস করতে পারছেন না যে, এভাবেও ছক্কা হাঁকানো যায়। স্বাভাবিকভাবেই মুহূর্তে ভাইরাল হয়ে যায় ক্যারিবিয়ান তারকার দুর্দান্ত শটের ভিডিয়ো।
বুধবার কারারা ওভালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজের প্রথম টি-২০ ম্যাচে মায়ের্স একটি শটেই মোহিত করেন সকলকে। টস জিতে ওয়েস্ট ইন্ডিজকে শুরুতে ব্যাট করতে পাঠায় অস্ট্রেলিয়া। প্রথম ইনিংসের চতুর্থ ওভারে বল করতে আসেন ক্যামেরন গ্রিন। ওভারের তৃতীয় বলে (৩.৩ ওভারে) গ্রিনকে ব্যাকফুট কভার ড্রাইভে মাঠের বাইরে ফেলেন মায়ের্স। নিতান্ত ছোটখাটো নয়, বরং ১০৫ মিটারের বিশাল ছক্কায় বল উড়ে যায় গ্যালারিতে।
কভারের উপর দিয়ে ছক্কা মারা ক্রিকেটে অন্যতম কঠিন শট হিসেবে বিবেচিত হয়। তবে মায়ের্স পিছনের পায়ে ভর দিয়ে যে শেটটি খেলেন, সেটি কার্যত অসম্ভবের পর্যায়ে পড়ে। এমন দৃষ্টিনন্দন শট সঙ্গত কারণেই আপ্লুত করে অ্যাডাম গিলক্রিস্ট, গৌতম গম্ভীরদের মতো প্রাক্তন তারকাদের।
গম্ভীর ছক্কার ভিডিয়োটিতে ইঙ্গিতবহ প্রতিক্রিয়া দেন। তিনি সোশ্যাল মিডিয়ায় মজা করে লেখেন, ‘এটা করার অনুমতি নেই কাইল মায়ের্স।’
গিলক্রিস্টও বিস্ময় প্রকাশ করে জানান যে, তাঁর মনে পড়ছে না ক্রিকেটের ইতিহাসে এর থেকে ভালো শট কেউ খেলেছেন কিনা। তিনি লেখেন, ‘আমি নিশ্চিত এর থেকে ভালো শট ক্রিকেটের ইতিহাসে খেলা হয়েছে। তবে আমি মনে করতে পারছি না।’
মায়ের্সের এমন দৃষ্টিনন্দন ব্যাটিংয়েও অবশ্য ম্যাচ জিততে পারেনি ওয়েস্ট ইন্ডিজ। তারা অস্ট্রেলিয়ার কাছে ৩ উইকেটে ম্যাচ হেরে মাঠ ছাড়ে। ওয়েস্ট ইন্ডিজ নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেটের বিনিময়ে ১৪৫ রান তোলে। কাইল মায়ের্স ৩৯, জনসন চার্লস ৩, ব্র্যান্ডন কিং ১২, রেমন রেইফার ১৯, নিকোলাস পুরান ২, রোভম্যান পাওয়েল ৭, জেসন হোল্ডার ১৩, ওডিন স্মিথ ২৭, আলজারি জোসেফ ৭ ও ইয়ানিক কারিয়া ১ রান করেন।
জবাবে ব্যাট করতে নেমে অস্ট্রেলিয়া ১ বল বাকি থাকতে ৩ উইকেটের ব্যবধানে ম্যাচ জেতে। তারা ১৯.৫ ওভারে ৭ উইকেট হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় ১৪৬ রান সংগ্রহ করে। ক্যাপ্টেন ফিঞ্চ ৫৩ বলে ৫৮ রান করে আউট হন। এছাড়া ডেভিড ওয়ার্নার ১৪, ক্যামেরন গ্রিন ১৪, মিচেল মার্শ ৩, ম্যাথিউ ওয়েড ৩৯, প্যাট কামিন্স ৪ ও মিচেল স্টার্ক ৬ রান করেন। খাতা খুলতে পারেননি গ্লেন ম্যাক্সওয়েল ও টিম ডেভিড।
For all the latest Sports News Click Here