Viral Video: ওএমজি! এবার মোবাইল দিয়ে স্তন ঢাকল উরফি, গলায় ডাটা কেবল
নিজের আউট অফ দ্য বক্স ফ্যাশন সেন্সের জন্য বরাবরই চর্চায় থাকেন উরফি। তবে এবারে যে লুকে সামনে এলেন তা চোখ ছানাবড়া করল সকলের। কারণ কোনও কাপড় বা ফুল নয়, এবার সোজা মোবাইল দিয়ে স্তন ঢাকল উরফি। আরও বিশদে বলতে গেলে বুকের দু পাশে দুটো মোবাইল। আর দুই মোবাইলে ডাটা কেবল লাগিয়ে তা ঘাড়ের সঙ্গে ঝুলিয়ে রাখা। কেউ কখনও ভেবেছে মোবাইল আর ডাটা কেবল ব্যবহার করেও ব্রালেট বানানো যায়?
ফ্যাশনকে এক অন্য মাত্রা দিয়ে এসেছেন বিগ বস ওটিটি স্টার উরফি বরাবরই। সঙ্গে আবার নীল রঙের ট্রাউজার আর ব্লেজারও পরেছেন। সোশ্যাল মিডিয়ায় ভিডিয়োটা আপলোড হতেই তা ভাইরাল। কটাক্ষ যেমন হয়েছে তেমন মজার মজার কমেন্টও পড়েছে এখানে। আসুন সেগুলোই দেখে নেওয়া যাক–
একজন লিখেছেন, ‘এ বাবা প্যান্টের জয়াগায় ল্যাপটপ পরবে তো। তাহলেই তো পারফেক্ট লাগত।’ অন্যজন লিখলেন, ‘আমি তাই ভাবি সকাল থেকে মোবাইলটা খুঁজে পাচ্ছি না কেন! যাক ওটা একদম পারফেক্ট জায়গায় আছে।’
আগে ইউটিউবে ডিওয়াইআই ভিডিয়ো শেয়ার করতেন উরফি। যেখানে স্টকিংস দিয়ে টপ বানানো শেখাতেন বা ট্র্যাশ দিয়ে বানানো শেখাতেন ড্রেস। ২৪ বছরের উরফি বলিউডে প্রথম পা রাখেন ২০১৬ সালে টিভি শো ‘বড়ে ভাইয়া কি দুলহানিয়া’ দিয়ে। এরপর মেরি দুর্গা, বেপনহা, পাঞ্চ বিট সিজন ২ যা অলট বালাজিতে স্ট্রিম হয়েছিল তাতে কাজ করেন। ইয়ে রিস্তা কেয়া কহেলাতা হ্যায় আর কসৌটি জিন্দেগি কি-তেও কাজ করেছেন উরফি।
সম্প্রতি উরফি ঝামেলায় জড়িয়েছেন ইন্টারনেট দুনিয়ার পরিচিত নাম হিন্দুস্তানি ভাউ-এর সঙ্গে। মন্তব্য করেন, ‘উরফি জাভেদ নিজেকে একজন বড় ফ্যাশন ডিজাইনার ভাবেন। আজ তুমি ফ্যাশনের নামে যেসব পোশাক পরে বাইরে ঘুরে বেড়াচ্ছ, এটা ভারতের প্রথা নয়, সংস্কৃতি নয়। তোমাদের কারণে ভারতের মেয়ে, বোনেদের কাছে ভুলভাল বার্তা ছড়াচ্ছে।’
যার জবাবে উরফি লেখেন, ‘তুমি যেভাবে গালিগালাজ করেছে তা দেশের রীতি বুঝি! এখন আবার প্রকাশ্যে আমাকে হুমকি দিচ্ছে। ধারণা আছে আমি তোমাকে জেল পর্যন্ত টানতে পারি। তবে এর আগেও তো লক্ষ বার ঢুকেছ তুমি। হাঁটুর বয়সী মেয়েকে প্রকাশ্যে হুমকি দিয়ে জেলে গিয়ে ছেলেদের জন্য একটি ভালো বার্তা উপস্থাপন করতে পারবে এবার।’’
For all the latest entertainment News Click Here