Vijay Hazare Trophy: বোলারদের দাপট,সঙ্গে বিশালের শতরান-হায়দরাবাদকে হারাল ত্রিপুরা
বিশাল ঘোষের দুরন্ত সেঞ্চুরি। যার হাত ধরে হালে পানি পেল ঋদ্ধিমান সাহার ত্রিপুরা। রবিবার হায়দরাবাদকে ৯০ বল বাকি থাকতে ৭ উইকেটে হারাল ত্রিপুরা। হায়দরাবাদ ব্যাটে-বলে এ দিন চূড়ান্ত ব্যর্থ হন।
টস জিতে প্রথমে ব্যাট করতে নেমেই বিশাল বড় ধাক্কা খায় হায়দরাবাদ। অভিজিৎ সরকারের দাপটে দলের মাত্র ১৬ রানে ৪ উইকেট হারিয়ে বসে থাকে নিজামের শহরের টিম। প্রথম চার জন ব্যাটারের মধ্যে ২ জন আবার ডাক করেন। প্রথম চার উইকেটের মধ্যে তিন উইকেটই তুলে নেন অভিজিৎ।
আরও পড়ুন: হাসপাতালে সরফরাজ খান, যশস্বীর সেঞ্চুরি ব্যর্থ করে সার্ভিসেসের কাছে হার মুম্বইয়ের
দলের হাল ধরার চেষ্টা করেন রবি তেজা। ৯২ বলে ৭২ করেন তিনি। এ ছাড়া ঋষিত রেড্ডি ৬৬ বলে ৩৯ রান করেন। ভবেশ শেঠ ২৮ বলে ২৫ করেন। ২৯ বলে ১৯ করেন রাহুল বুদ্ধি। বাকিদের দশা তথৈবচ। দলের আর কোনও প্লেয়ার দুই অঙ্কের ঘরেই পৌঁছতে পারেননি।
৪৬.১ ওভারে অলআউট হয়ে যায় হায়দরাবাদ। তারা করে ১৯০ রান। ত্রিপুরার অভিজিৎ সরকারের ৩ উইকেট ছাড়াও পারভেজ সুলতানও ৩ উইকেট নেন।
আরও পড়ুন: ২০টি চার ও ৯টি ছক্কায় একাই ২০০ সৌরাষ্ট্র ওপেনারের, জাদেজা একাই নিলেন ৭টি উইকেট
ত্রিপুরা জবাবে ব্যাট করতে নামলে ২৭ রানে ২ উইকেট হারিয়ে বসে থাকে। তবে ওপেনার বিশাল ঘোষ দলের হাল ধরেন শক্ত হাতে। তাঁর ১১১ বলে অপরাজিত ১০২ রানের ইনিংসের হাত ধরেই জয়ের ভিত শক্ত গড়ে ত্রিপুরা। তাঁকে সঙ্গত করেন দীপক খাটরি। তিনি ৭৪ বলে ৬৭ রান করেন। ৩৫ ওভারে ৩ উইকেট হারিয়ে ১৯১ রান করে ফেলে ত্রিপুরা। ৯০ বল বাকি থাকতে ৭ উইকেটে বড় জয় তুলে নেন ঋদ্ধির টিম।
গ্রুপ এ-তে হায়দরাবাদ এবং ত্রিপুরার সঙ্গে রয়েছে সৌরাষ্ট্র, গুজরাট, হিমালচল প্রদেশ, উত্তরপ্রদেশ, চণ্ডীগড় ও মণিপুর। ত্রিপুরা ২ ম্যাচ খেলে ৪ পয়েন্ট নিয়ে লিগ টেবলের পাঁচে রয়েছে। হায়দরাবাদও ২ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে সাত নম্বরে রয়েছে।
For all the latest Sports News Click Here