Video: মায়ের জন্মদিনের কেক খেয়ে কী নাচ শ্রেয়ার ছেলের, আহ্লাদে আটখানা দেবায়ন!
শনিবার ছিল গায়িকা শ্রেয়া ঘোষালের জন্মদিন। গোটা দিনটায় অনুরাগী থেকে পরিবার, বন্ধুদের শুভেচ্ছা পেয়েছেন এই বাঙালি কন্যে। রবিবার সকালে পারিবারিক জন্মদিন উদযাপনের একটা ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে নিলেন তিনি। যেখানে দেখা গেল পুরো বাঙালি রীতিতে ভাজা, ডাল, মাছ, পায়েস দিয়ে সাজিয়ে দেওয়া হয়েছিল এদিন তাঁর খাবারের থালা। সঙ্গে পাঁচ-পাঁচটা কেক এসেছিল শ্রেয়ার জন্য।
ছেলে দেবায়নকে কোলে নিয়ে ‘মাম্মা’ লেখা কেকটাই কাটেন তিনি। আর কেক কাটার পর তা তুলে দেন একরত্তির মুখে। ওমা কেক খেয়ে সে কি দুলে দুলে নাচ তার! শুধু শ্রেয়া নয়, পরিবারের বাকি সদস্যরাও কেক খাওয়াও দেবায়নকে। আর এত সুস্বাদু খাবার পেয়ে সে তো তখন আনন্দে আটখানা।
ভিডিয়ো শেয়ার করে শ্রেয়া লেখেন, ‘এই জন্মদিন আমার কাছে বিশেষ হয়ে থাকবে। মা হওয়ার পর প্রথম জন্মদিন…’
গত বছর মে মাসে ছেলে হওয়ার খবর সোশ্যাল মিডিয়ায় ভাগ করে নিয়েছিলেন শ্রেয়া নিজে। শখ করে ছেলের নাম রেখেছেন দেবয়ান মুখোপাধ্যায়। সেই সময় শ্রেয়া সোশ্যাল মিডিয়ায় লিখেছিলেন, ‘আলাপ করিয়ে দিই, দেবয়ান মুখোপাধ্যায়ের সঙ্গে। ২২ মে ও এসে আমাদের জীবনটাকে সম্পূর্ণ বদলে দিয়েছে। ও জন্মনোর পর ওকে প্রথমবার দেখে একটা অদ্ভুত অনুভূতি হয়েছিল। এটা কেবল একজন মা-বাবাই সন্তানের জন্য অনুভব করতে পারে। এখনও এটা স্বপ্নের মত মনে হয়। শিলাদিত্য আর আমি আমাদের জীবনের সেরা উপহারটা পেয়েছি।’
প্রসঙ্গত, শ্রেয়ার গাওয়া ‘গঙ্গুবাই কাথিয়াওয়াড়ি’র ‘জব সাইয়া’ খুব হিট করেছে। গায়িকার গায়কী মন কেড়েছে সবার। ইউটিউবে টপ ট্রেন্ডিং এই গান।
For all the latest entertainment News Click Here