Video: ‘বড্ড মনে পড়ছে’, মায়ের স্মরণে পোস্ট অক্ষয়ের, আবেগে ভাসল নেটপাড়া
গত ৮ সেপ্টেম্বর মা অরুণা ভাটিয়াকে হারিয়েছেন অক্ষয় কুমার। সম্প্রতি, মা’কে স্মরণ করে সোশ্যাল মিডিয়ায় একটি আবেগপূর্ণ পোস্ট করেছেন ‘খিলাড়ি’। মায়ের উদ্দেশে করা সেই ভিডিওতে একটি কোথাও বলেননি এই বলি-তারকা। তবে তিনি যে ভীষণ মনমরা হয়ে আছেন তা এই ভিডিয়ো থেকেই ভীষণ স্পষ্ট। নিজের ইনস্টাগ্রামের দেওয়ালে পোস্ট করা ওই পোস্টের সঙ্গে অক্ষয় লিখেছেন, ‘এমনিই আজ মায়ের কথা খুব মনে পড়ছে। বড্ড মিস করছি।’
এইমুহূর্তে ফের একবার ‘রাম সেতু’ ছবির শ্যুটিং শুরু করেছেন অক্ষয়। এই ভিডিয়োটি তিনি যে ওই ছবির শ্যুটিংয়ের ফাঁকেই করেছেন তা স্পষ্ট বলি-তারকার লুক দেখে। প্রিয় বলি-তারকার এই মনখারাপ সঙ্গী হয়েছে তাঁর অনুরাগীরা। ভিডিয়োর কমেন্ট বক্সে পাশে থাকার বার্তা দিয়েছে নেটিজেনরা। মাত্র চার ঘণ্টায় ৫ মিলিয়ন ভিউ ছাড়িয়েছে ভিডিওটি।
প্রসঙ্গত,৮ সেপ্টেম্বরের সকালে মুম্বইয়ের হিরানন্দানি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন অভিনেতা অক্ষয় কুমারের মা অরুণা ভাটিয়া। দীর্ঘদিন অসুস্থ থাকার পর না ফেরার দেশে চলে যান তিনি। টুইটে মৃত্যুর কোনও নির্দিষ্ট কারণ জানা না গেলেও, নিজেই টুইটারে মায়ের মৃত্যুর খবর জানিয়েছিলেন অক্ষয়।
উল্লেখ্য, গুরুতর অসুস্থ হয়ে মুম্বইয়ের হিরানন্দানি হাসপাতালে ভর্তি ছিলেন অক্ষয় কুমারের মা অরুণা ভাটিয়া। মায়ের অসুস্থতার খবর জানতে পেরেই সোমবার লন্ডন থেকে শ্যুটিং ছেড়ে তড়িঘড়ি মুম্বই ফেরেন অভিনেতা। সেই সময়ে লন্ডন সহ ইংল্যান্ডের বিভিন্ন জায়গায় ‘সিন্ডেরেলা’-ছবির শ্যুটিং করছিলেন তিনি।
গত ৮ সেপ্টেম্বর মা অরুণা ভাটিয়াকে হারিয়েছেন অক্ষয় কুমার। সম্প্রতি, মা’কে স্মরণ করে সোশ্যাল মিডিয়ায় একটি আবেগপূর্ণ পোস্ট করেছেন ‘খিলাড়ি’। মায়ের উদ্দেশে করা সেই ভিডিওতে একটি কোথাও বলেননি এই বলি-তারকা। তবে তিনি যে ভীষণ মনমরা হয়ে আছেন তা এই ভিডিয়ো থেকেই ভীষণ স্পষ্ট। নিজের ইনস্টাগ্রামের দেওয়ালে পোস্ট করা ওই পোস্টের সঙ্গে অক্ষয় লিখেছেন, ‘এমনিই আজ মায়ের কথা খুব মনে পড়ছে। বড্ড মিস করছি।’
এইমুহূর্তে ফের একবার ‘রাম সেতু’ ছবির শ্যুটিং শুরু করেছেন অক্ষয়। এই ভিডিয়োটি তিনি যে ওই ছবির শ্যুটিংয়ের ফাঁকেই করেছেন তা স্পষ্ট বলি-তারকার লুক দেখে। প্রিয় বলি-তারকার এই মনখারাপ সঙ্গী হয়েছে তাঁর অনুরাগীরা। ভিডিয়োর কমেন্ট বক্সে পাশে থাকার বার্তা দিয়েছে নেটিজেনরা। মাত্র চার ঘণ্টায় ৫ মিলিয়ন ভিউ ছাড়িয়েছে ভিডিওটি।
প্রসঙ্গত,৮ সেপ্টেম্বরের সকালে মুম্বইয়ের হিরানন্দানি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন অভিনেতা অক্ষয় কুমারের মা অরুণা ভাটিয়া। দীর্ঘদিন অসুস্থ থাকার পর না ফেরার দেশে চলে যান তিনি। টুইটে মৃত্যুর কোনও নির্দিষ্ট কারণ জানা না গেলেও, নিজেই টুইটারে মায়ের মৃত্যুর খবর জানিয়েছিলেন অক্ষয়। উল্লেখ্য, গুরুতর অসুস্থ হয়ে মুম্বইয়ের হিরানন্দানি হাসপাতালে ভর্তি ছিলেন অক্ষয় কুমারের মা অরুণা ভাটিয়া। মায়ের অসুস্থতার খবর জানতে পেরেই সোমবার লন্ডন থেকে শ্যুটিং ছেড়ে তড়িঘড়ি মুম্বই ফেরেন অভিনেতা। সেই সময়ে লন্ডন সহ ইংল্যান্ডের বিভিন্ন জায়গায় ‘সিন্ডেরেলা’-ছবির শ্যুটিং করছিলেন তিনি।
|#+|
For all the latest entertainment News Click Here