Video: প্রাক ক্রিসমাস পার্টিতে সান্তাক্লজের সঙ্গে নাচ শুভশ্রীর, খেলায় মত্ত ইউভান
শহরে শীতের আমেজ। সামনেই বড়দিন। আর ২৫ ডিসেম্বরের আগেই গোটা শহর নিচ্ছে ক্রিসমাসের প্রস্তুতি। বড় দিন মানেই চার্চে প্রার্থনা, কেক-মিষ্টি-বিস্কুট আর নানা খাবার-দাওয়ারের সঙ্গে পরিচিত এবং পরিবার বৃত্তের সকলে মিলে একসঙ্গে সময় কাটানো।
এরই মধ্যে প্রাক বড় দিন পার্টির আয়োজন করলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী সাধন পাণ্ডে কন্যা শ্রেয়া পাণ্ডে। সেই পার্টিতেই আমন্ত্রিত ছিলেন অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্য়ায়, রাজ চক্রবর্তীরা। খুদে ছেলে ইউভানকে নিয়ে পার্টিতে হাজির হন শুভশ্রী। প্রাক বড় দিন পার্টিতে খেলায়, নাচে গানে মেতে উঠেছে খুদে। নেটমাধ্যমের পাতায় ক্রিসমাস পার্টির ঝলক তুলে ধরেছেন শুভশ্রী। দেখুন-
আরও পড়ুন: ‘সিনেমার ব্যবসাকে কখনও গল্প তৈরির কারখানা হিসেবে দেখিনি’, অকপট সিদ্ধার্থ
কিছুদিন আগেই ছেলেকে নিয়ে আলিপুর চিড়িয়াখানায় হাজির হন শুভশ্রী। ইউভানের প্লে-স্কুলের তরফে আয়োজন করা হয়েছিল এই ট্রিপ। প্রথমবার বাঘ, সিংহ দেখে বেজায় উৎসাহিত ইউভান, মায়ের সঙ্গে দারুণ সময় কাটিয়েছে সে। সেই ঝলকও ইনস্টাগ্রামের দেওয়ালে শেয়ার করেছিলেন টলিউড নায়িকা।
‘পরিণীতা’, ‘ধর্মযুদ্ধ’, ‘বিসমিল্লা’-এর মতো ছবিতে অভিনয় করেছেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়। ‘ইন্দুবালা ভাতের হোটেল’ ছবিতে একেবারে ভিন্ন অবতারে দেখা যাবে অভিনেত্রীকে। এরই মধ্যে নতুন খবর দিয়েছেন নায়িকা। চেনা ছকের বাইরে তাঁকে দেখা যাবে প্রযোজকের ভূমিকায়। নতুন ইনিংস শুরু করছেন ইউভানের মা।
রাজ চক্রবর্তীর কেরিয়ারের অন্যতম মাইলস্টোন ‘প্রলয়’। এবার ‘আবার প্রলয়’ নিয়ে আসছেন পরিচালক রাজ। লিড রোলে এবার শাশ্বত চট্টোপাধ্যায় এবং ঋত্বিক চক্রবর্তী। কিন্তু এবার সিরিজের আকারে আসছে এটি। সুতরাং বড় পর্দা নয়, সরাসরি ওটিটি প্ল্য়াটফর্ম জি ফাইভে মুক্তি পাবে ‘আবার প্রলয়’। প্রথম ওটিটি কনটেন্ট বানাবেন রাজ, সেই ছবি প্রযোজনায় তাঁর ‘পরিণীতা’ শুভশ্রী। নিঃসন্দেহে আগামী বছরটা অভিনেত্রীর জীবনে বিশেষ হতে চলেছে।
For all the latest entertainment News Click Here