Video: তোকে বেইজ্জত করতে দারুণ লাগে!, বললেন অক্ষয়; ‘খিলাড়ি’-কে পাল্টা দিলেন কপিল
কপিল শর্মা এবং অক্ষয়ের মজার কথার লড়াই সুবিদিত ইন্ডাস্ট্রিতে। সোশ্যাল মিডিয়াতেই তার আঁচ প্রায়শই পেয়ে থাকেন তাঁদের অনুরাগীরাও। অবশ্য কপিল এবং অক্ষয়ের মধ্যে ঘনিষ্ঠতার পর্যায় যে প্রায় আপন পরিবারের সদস্যের মতো সেকথাও জনাতে বাকি নেই কারও। এবার ‘দ্য কপিল শর্মা’ শোয়ের আগামী এপিসোডের একটি ছোট্ট প্রোমো মুক্তি পেয়েছে। সেখানে অক্ষয়কে বলতে শোনা যাচ্ছে যে বছরে তিনি একগুচ্ছ ছবিতে এইজন্যই কাজ করেন যাতে সেই ছবির প্রচারের জন্য কপিলের শোয়ে তিনি আসতে পারেন। আর আসতে পারলেই প্রাণভরে কপিলকে যেইজ্জত করতে পারেন তিনি। যা তাঁর অন্যতম পছন্দের কাজ।
অবশ্য শুরুটা কপিলই করেছিলেন। মঞ্চে ‘খিলাড়ি’-র পাশে দাঁড়িয়ে শোয়ে উপস্থিত থাকা দর্শকদের কপিল বলেন আজকাল সবকিছুতেই দেখা যাচ্ছে অক্ষয়কে। মানে সবকিছুতেই। ‘মিশন মঙ্গল’-এ মঙ্গলে উড়ে যাচ্ছেন, ‘বেল বটম’-এ মানুষের প্রাণ বাঁচাচ্ছে আবার বাস্তবে প্রধানমন্ত্রীরও সাক্ষাৎকারও নিচ্ছেন। জবাব শুনে হাতে হাসতে ওই জবাব দেন বলি-তারকা। তবে এসব শুনে কি আর চুপ করে থাকার পাত্র কপিল? বলি-অভিনেতার কটাক্ষ শেষ হতে না হতেই মুখ কাঁচুমাঁচু করে কপিল বলে ওঠেন, ‘ কী আর করা যাবে? চলো ঠিক আছে। কাউকে যেইজ্জত করে যদি কারও পকেটে মোটা অঙ্কের টাকার চেক ঢোকে, তাহলে ক্ষতি কী! ভালোই তো।’ কপিলের বলার ভঙ্গিতে ততক্ষণে হেসে কুটিপাটি দর্শকদের পাশাপাশি অক্ষয়ও।
আগামী ২১ অগস্ট থেকে প্রতি শনিবার ও রবিবার রাতে ছোটপর্দায় ফের একবার নিজের পুরো টিম নিয়ে হাজির হচ্ছেন কপিল শর্মা।
For all the latest entertainment News Click Here