Video: গুরুতর চোট জাহ্নবীর! হাতে স্লিং ঝুলিয়ে জিম ছাড়লেন, উদ্বিগ্ন ফ্যানেরা
ফিটনেস নিয়ে দারুণ সচেতন জাহ্নবী কাপুর। মাঝেমধ্যেই নিজের শরীরচর্চার ছবি এবং ভিডিয়ো নেটমাধ্যমে পোস্ট করেন এই বলি-সুন্দরী। আর লাস্যময়ী এই তন্বীর সেসব পোস্ট যে হু হু করে ভাইরাল হতে থাকে, তা নিশ্চয়ই আলাদা করে বলার প্রয়োজন নেই। তবে এবার জিমের বাইরে হাতে স্লিং ঝুলিয়ে বেরোতে দেখা গেল শ্রীদেবী-কন্যাকে। জাহ্নবীর সেই মুহূর্তের ভিডিয়ো দেখামাত্রই চিন্তিত হয়ে উঠেছেন তাঁর ফ্যানেরা।
ইনস্টাগ্রামে এক জনপ্রিয় পাপারাৎজির অ্যাকাউন্ট থেকে পোস্ট করা হয়েছে সেই ভিডিয়ো। সেখানে দেখা যাচ্ছে, মুম্বইয়ে এক জিমের বাইরে হাতে স্লিং ঝুলিয়ে বেরিয়ে আসছেন জাহ্নবী। পরনে জিম ভেস্ট এবং শর্টস। এর কিছুক্ষণ পর থেকেই জাহ্নবী ভক্তদের কমেন্ট আসতে শুরু করে ওই পোস্টে। কেউ লিখছেন, ‘এ কী হল! যাই হোক, দ্রুত সুস্থ হয়ে ওঠো।’ অন্য এক নেটপাড়ার বাসিন্দা লিখেছেন, ‘হে ঈশ্বর! ওঁর আবার কী হল?’ সঙ্গে আবার কান্নার ইমোজি জুড়ে দিতেও ভোলেননি তিনি।
এইমুহূর্তে ‘মিঃ অ্যান্ড মিসেস মাহি’ ছবির শ্যুটিংয়ে ব্যস্ত রয়েছেন জাহ্নবী। এই ছবির সুবাদে কিছুদিন আগেই ক্রিকেট শেখ শুরু করেছেন তিনি। এই কাজে বলি-সুন্দরীকে সঙ্গ দিচ্ছেন রাজকুমার রাও। তিনিও যে সেই ছবিতে অভিনয় করছেন। করণ জোহর প্রযোজিত এবং স্মরণ শর্মা পরিচালিত ‘মিঃ অ্যান্ড মিসেস মাহি’ ছবিতে একটি গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যাবে ক্রিকেটার দীনেশ কার্তিক-কেও। উল্লেখ্য, এর আগেও স্মরণ শর্মার সঙ্গে কাজ করেছেন জাহ্নবী। স্মরণের ডেবিউ ছবি ‘গুঞ্জন সাক্সেনা: দ্য কার্গিল গার্ল’ ছবিতে মুখ্যভূমিকায় দেখা গিয়েছিল এই বলি-অভিনেত্রীকে। আবার রাজকুমার রাও-য়ের সঙ্গেও এর আগে ‘রুহি’ ছবিতে কাজ করেছেন জাহ্নবী। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী ৭ অক্টোবর বড়পর্দায় মুক্তি পাবে ‘মিঃ অ্যান্ড মিসেস মাহি।’
For all the latest entertainment News Click Here