Video: ‘আমার যোগ্যতা নেই সোনু নিগমের গান গাওয়ার..’,অরিজিতের আচরণে মুগ্ধ নেটপাড়া
খ্যাতির শীর্ষে থেকেও কতটা সাধারণভাবে জীবন-যাপন করা যায় তার আদর্শ উদাহরণ অরিজিৎ সিং। কোটি কোটি টাকার মালিক হলেও অতিসাধারণ ভাবেই দিনযাপন করেন বর্তমান প্রজন্মের সবচেয়ে জনপ্রিয় গায়ক। অরিজিতের গায়েকিতে বুঁদ কাশ্মীর থেকে কন্যাকুমারী। তাঁর কনসার্ট দেখতে হাজার হাজার মানুষ ভিড় জমান, টিকিটের চাহিদাও থাকে তুঙ্গে। তবুও মাটিতে পা রেখে চলতেই ভালোবাসেন অরিজিৎ সিং (Arijit Singh)।
অরিজিৎ নিজেকে বহুবার সোনু নিগমের ভক্ত বলে দাবি করেছেন। নব্বইয়ের দশকের আর পাঁচটা বাচ্চার মতোই সোনুর গান শুনেই বড় হয়েছেন অরিজিৎ। সোনু নিগমের মতোই বলিউডে জনপ্রিয় প্লে-ব্যাক সিঙ্গার হওয়ার স্বপ্ন ছিল তাঁর, সেই স্বপ্নপূরণে সফলও হয়েছেন তিনি। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে অরিজিতের এক কনসার্টের ভিডিয়ো। সেখানেই ফের একবার সোনু নিগমের প্রতি নিজের ভালোবাসা ও শ্রদ্ধা জাহির করতে দেখা গেল অরিজিতকে।
কনসার্টে নিজের গান যেমন গেয়ে থাকেন অরিজিৎ, তেমনই ইন্ডাস্ট্রির সিনিয়র গায়কদের গান গাইতেও কোনওরকম কুন্ঠাবোধ করেন না। সেই কনসার্টেও সোনু নিগমের ‘সাথিয়া’ গানটি গাওয়ার পরিকল্পনা ছিল অরিজিতের। গান শুরুর আগেই সতর্ক ‘তুম হি হো’ খ্যাত গায়ক। গান শুরু করবার আগেই দর্শকদের উদ্দেশে অরিজিতের ঘোষণা, ‘সোনু নিগমের গান, আমাকে ক্ষমা করবেন… আমার যোগ্যতা (অউকাত) নেই’। এরপরই অরিজিতের সুরেলা কন্ঠে শোনা গেল, ‘হাসতি রহে তু হাসতি রহে…’।
ফ্য়ান পেজের দৌলতে এই ভিডিয়ো নজর এড়ায়নি সোনু নিগমেরও। অরিজিতের কাছ থেকে এই সম্মান পেয়ে স্বভাবতই আপ্লুত সিনিয়র গায়ক। তিনি পালটা লেখেন, ‘এটা সম্পূর্ণভাবে অরিজিতের নম্রতা এবং ভালোবাসা। আমার কোনও কৃতিত্ব নেই। আমি ওকে প্রচণ্ড ভালোবাসি’।
বর্তমানে সোশ্য়াল মিডিয়ায় ভাইরাল অরিজিতের মাস কয়েক পুরোনো কনসার্টের এই ভিডিয়ো। যা দেখে দুই গায়কের প্রতিই ভক্তদের শ্রদ্ধা বেড়ে যাচ্ছে কয়েকগুণ। বর্তমানে বলিউড মিউজিক ইন্ডাস্ট্রির ‘হিট মেশিন’ বলে ধরা হয় অরিজিতকে। দাপটের সঙ্গে বাংলা ভাষাতেও গান গেয়ে চলেছেন জিয়াগঞ্জের ভূমিপুত্র। তাঁর ভক্ত সংখ্যা অগুণতি। তবুও গ্ল্যামার জগতের চাকচিক্যের বাইরে জিয়াগঞ্জের বাড়িতেই স্ত্রী ও দুই ছেলেকে নিয়ে বাস অরিজিতের।
মাত্র এক দশকের প্লে-ব্য়াক কেরিয়ারে ৫০টির বেশি পুরস্কার রয়েছে অরিজিতের ঝুলিতে। দিন দিন তাঁর গুণমুগ্ধের সংখ্য়া বেড়েই চলেছে। আপতত অস্ট্রেলিয়া সফরে রয়েছেন অরিজিৎ। আগামী ২২শে এপ্রিল পার্থ শহরে পারফর্ম করবেন তিনি।
For all the latest entertainment News Click Here