Video: অজয়ের রোলস রয়েসে উঁকিঝুঁকি; ফ্যানেরা কি ধরে ফেললেন,কী জিজ্ঞেস করছেন আলিয়া
কথামতো শুক্রবার প্রকাশ্যে এল ‘গঙ্গুবাই কাথিয়াওয়াড়ি’র পাওয়ার প্যাক ট্রেলার। প্রথম ঝলকেই মুগ্ধ করলেন আলিয়া ভাট। সঙ্গ দিলেন অজয় দেবগণ। মুম্বইয়ের আন্ডারওয়ার্ল্ডের সব খবর ছিল তাঁর নখদর্পনে, সেই যৌনপল্লীর সর্দারনি ‘গঙ্গুবাঈ’-এর কাহিনি এবার রুপোলি পর্দায় নিয়ে আসতে চলেছেন পরিচালক সঞ্জয় লীলা বনশালি। ছবিতে মুম্বইয়ের আন্ডারওয়ার্ল্ডের কুখ্যাত নাম করিম লালার চরিত্রে ছবিতে থাকছেন অজয় দেবগণ। বৃহস্পতিবার এই ছবির প্রচারে বেরিয়েছিলেন আলিয়া এবং অজয়। ছবির প্রচার সারতে নিজের পেল্লাই রোলস রয়েস গাড়ি চেপে হাজির হয়েছিলেন ‘লালা’। সেই গাড়ি দেখে মুগ্ধতার পাশাপাশি বিস্ময়ও প্রকাশ করেন আলিয়া। এরপর বলি-সুন্দরীকে নিজের গাড়ির অন্দর দেখান অজয়। গোটা মুহূর্তটির ভিডিয়ো এক পাপারাৎজি অ্যাকাউন্ট থেকে পোস্ট করা হলে, হু হু করে তা ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। এবং ওই ভিডিয়ো দেখে আলিয়ার উদ্দেশে মজাদার কমেন্ট করতে ছাড়েননি নেটপাড়ার বাসিন্দারা।
সেই ভিডিওতে দেখা যাচ্ছে সাদা শাড়ি পরে রয়েছেন আলিয়া। অন্যদিকে, কালো টিশার্টের সঙ্গে বেইজ রঙের ট্রাউজার্স পরে রয়েছেন অজয়। আলিয়ার উৎসাহ দেখে তাঁকে গাড়ির সামনে নিয়ে যান বলি-তারকা। এরপর দেখা যায়, নিজের হাতে গাড়ির দরজা খুলে ভিতরের সবকিছু আগ্রহের সঙ্গে উঁকিঝুঁকি মেরে দেখছেন আলিয়া। আর একপাশে চুপটি করে দাঁড়িয়ে রয়েছেন অজয়। সেসব মিটলে আলিয়ার সঙ্গে কিছু কথাবার্তাও বলতে দেখা যায় ‘সিংঘম’-কে।
বহু নেটিজেনর এই ভিডিয়োটি এককথায় বেশ ‘কিউট’ লেগেছে। কারও কারও এও মনে হয়েছে যে আলিয়া হয়তো অজয়ের এই গাড়ি দেখে তাঁর কাছে মাইলেজ কত, তা জিজ্ঞেস করছেন! সেই কথা আবার কমেন্টে জানিয়েওছেন তাঁরা। কেউ লিখছেন, ‘আলিয়া হয়তো অজয়কে জিজ্ঞেস করছেন এই গাড়ির মাইলেজ কত?’ মজাদার সেই কমেন্টের সমর্থকও জুটে যেতে বেশি দেরি হয়নি।
For all the latest entertainment News Click Here