Usha Uthup: ‘দ্য কুইন অব ইন্ডিয়ান পপ’ উষা উত্থুপ, প্রকাশিত গায়িকার বায়োগ্রাফি
বিশ্বের অন্যতম জনপ্রিয় গায়িকা উষা উত্থুপ। প্রকাশ পেল তাঁর বায়োগ্রাফি। বইটির নাম ‘দ্য কুইন অব ইন্ডিয়ান পপ: দ্য অথরাইজড বায়োগ্রাফি অব উষা উত্থুপ’। অক্সফোর্ড বুকস্টোরে প্রকাশ পেল সেই বই। হিন্দিতে লেখা এই বইটি। লিখেছেন বিকাশ ঝা। বিকাশ কুমার ঝা-এর লেখা মূল বইটির নাম অবশ্য ‘উল্লাস কি নাভ’। লেখকের মেয়ে সৃষ্টি ঝা এই বইটির ভাষান্তর করেছেন। বইটি প্রকাশিত হয়েছে ‘পেঙ্গুইন র্যান্ডম হাউজ ইন্ডিয়া’ থেকে।
বৃহস্পতিবার এক অনুষ্ঠানের মাধ্যমে নিজের বায়োগ্রাফি প্রকাশ করেন খোদ গায়িকা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সৃষ্টি ঝা। এ দিন বই প্রকাশের সময় উষা উত্থুপ জানিয়েছেন, একজন সাধারণ মেয়ে থেকে কীভাবে তিনি দেশের অন্যতম জনপ্রিয় পপ গায়িকা হয়ে ওঠেন। মুম্বইতে কাটানো ছেলেবেলার দিনগুলি, জ্যাজ ব্যান্ডের সঙ্গে প্রথম চেন্নাইতে পারফরম্যান্স, জীবনের নানা অধ্যায় তিনি উপস্থিত সকলের সঙ্গে ভাগ করে নেন। গানও করেছেন।
পেশাদার গায়িকা হিসেবে ২০২০ সালে ইন্ডাস্ট্রিতে ৫০ বছর পূর্ণ করেন তিনি। বায়োগ্রাফি সম্পর্কে বলতে গিয়ে গায়িকা বলেন, ‘আমি প্রায় ৫০ বছর ধরে সম্মানীয় অক্সফোর্ড বুকস্টোরের সঙ্গে জড়িত। কলকাতা তথা ভারতে আজ এটি প্রথম প্রকাশিত হল। অক্সফোর্ড বুকস্টোরে একটা আলাদা জাদু আছে। ট্রিঙ্কাসে গান গাওয়ার সময় থেকেই এখানে আসতাম। এখানে আমার জীবনীর মুক্তি নিয়ে আমি খুবই উচ্ছ্বসিত।’
বাংলা, হিন্দি, ইংরেজির পাশাপাশি জার্মান, ইটডালিয়ান, সিংহলি সহ একাধিক ভাষায় গান গেয়েছেন উষা উত্থুপ। ভারতের পপ আইকন হিসেবে প্রতিষ্ঠিত হওয়ার লড়াইয়ের মতো নানা অজানা কাহিনি লেখা রয়েছে বায়োগ্রাফিতে।
For all the latest entertainment News Click Here