USA vs Netherlands Live: শেষ প্রথমার্ধ, ২-০ গোলে এগিয়ে গেল নেদারল্যান্ডস
২০০২ সাল থেকে মার্কিন দল কখনও বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে উঠতে পারেনি। অন্যদিকে, নেদারল্যান্ডস ১৯৭৪, ১৯৭৮ এবং ২০১০ সালে রানার্সআপ হয়েছিল।
প্রথমার্ধের খেলা শেষ
প্রথমার্ধে ২-০ এগিয়ে রয়েছে নেদারল্যান্ডস। এখন দেখার আসন্ন বাকি ৪৫ মিনিটে খেলার গতি কোন দিকে যায়।
আবার গোল….
ম্যাচের ৪৫ মিনিট শেষ, এক মিনিটের অতিরিক্ত সময়ে ব্যবধান বাড়িয়ে নিল নেদারল্যান্ড। ডেলি ব্লিন্ডের গোলে ২-০ করল ডাচরা।
৪৫ মিনিটের খেলা শেষ
৪৫ মিনিটের খেলা শেষ, এখনও ১-০ গোলে এগিয়ে রয়েছে নেদারল্যান্ডস। এখনও পর্যন্ত বল পজিশনে এগিয়ে রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। ৩৭ শতাংশ বল দখল রেখেছে নেদারল্যান্ডস, USA -এর দখলে রয়েছে ৬৩ শতাংশ।
৩০ মিনিটের খেলা শেষ
৩০ মিনিটের খেলা শেষ, এখনও ১-০ গোলে এগিয়ে রয়েছে নেদারল্যান্ডস। প্রথমে USA আক্রমণ শুরু করলেও পরের দিকে ম্যাচের রাশ নিজেদের দখলে নিতে শুরু করেছে নেদারল্যান্ডস। তবে এখনও পর্যন্ত বল পজিশনে এগিয়ে রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। ৪৫ শতাংশ বল দখল রেখেছে নেদারল্যান্ডস, USA -এর দখলে রয়েছে ৫৫ শতাংশ।
গোললল…
মেমফিস ডিপাই-এর গোলে এগিয়ে গেল নেদারল্যান্ড। ম্যাচের ১০ মিনিটে গোল করে দলকে এগিয়ে দিলেন ডাচ তারকা। তবে চলতি বিশ্বকাপে এটাই ডিপাই-এর প্রথম গোল। ডাম্পির অ্যাসিস্ট থেকে গোল করেন ডিপাই।
দেখুন নেদারল্যান্ডস ও মার্কিন যুক্তরাষ্ট্রের দল:
নেদারল্যান্ডস: আন্দ্রিস নপার্ট (গোলরক্ষক), জুরিয়েন টিম্বার, ভার্জিল ভ্যান ডাইক (অধিনায়ক), নাথান এক, ডেনজেল ডামফ্রিজ, মার্টেন ডি রুন, ফ্রাঙ্কি ডি জং, ডেলি ব্লাইন্ড, ডেভি ক্লাসেন, কোডি গ্যাকপো, মেমফিস ডেপে।
মার্কিন যুক্তরাষ্ট্র: ম্যাট টার্নার (গোলরক্ষক), সার্জিনো ডেস্ট, ওয়াকার জিমারম্যান, টিম রেম, অ্যান্টোইন রবিনসন, টাইলার অ্যাডামস, ওয়েস্টন ম্যাককেনি, ইউনুস মুসাহ, টিম উয়া, জেসুস ফেরেইরা, ক্রিশ্চিয়ান পুলিসিচ।
ডাচদের সামনে মার্কিনিদের কঠিন চ্যালেঞ্জ
নমস্কার, আমার HT বাংলার লাইভ ব্লগে আপনাদের স্বাগতম জানাই। আজ থেকে শুরু হচ্ছে ফুটবল বিশ্বকাপের নকআউট পর্বের ম্যাচ। প্রথম প্রি-কোয়ার্টার ফাইনালে কিছুক্ষণের মধ্যেই মার্কিন যুক্তরাষ্ট্রের মুখোমুখি হবে নেদারল্যান্ডসের। ২০০২ সাল থেকে মার্কিন দল কখনও বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে উঠতে পারেনি। অন্যদিকে, নেদারল্যান্ডস ১৯৭৪, ১৯৭৮ এবং ২০১০ সালে রানার্সআপ হয়েছিল। তবে ২০১৮ সালে তিনি যোগ্যতা অর্জন করতে পারেননি। তাই এবারে প্রথম থেকেই চমক দিতে চাইবে ডাচরা।
কাতার বিশ্বকাপের আসল রোমাঞ্চে আপনাদের স্বাগত
আর কিছুক্ষণের মধ্যেই শুরু হবে কাতার বিশ্বকাপের আসল রোমাঞ্চ। ৩ ডিসেম্বর অর্থাৎ শনিবার থেকে শুরু হতে চলেছে কাতার ২০২২ ফিফা বিশ্বকাপের আসল রোমাঞ্চ। এদিন থেকে রাউন্ড অফ 16 অর্থাৎ প্রি-কোয়ার্টার ফাইনাল ম্যাচ শুরু হবে। এখান থেকেই শুরু হচ্ছে নকআউট রাউন্ড। আর এই লড়াই-এ প্রথমে মুখোমুখি হবে নেদারল্যান্ডস ও মার্কিন যুক্তরাষ্ট্র।
For all the latest Sports News Click Here