U19 World Cup 2022: ‘পার্টনারশিপ গড়ার দিকেই মন দিতে হবে;’ অস্ট্রেলিয়ার বিরুদ্ধে যশ ধুলদের গেম প্ল্যান
আগে চার বার অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ জিতে জুনিয়র ক্রিকেট নিজেদের দাপট দেখিয়েছে ভারত। এবারেও দুরন্ত ছন্দে রয়েছে ভারতীয় দল। গতবারের চ্যাম্পিয়ন বাংলাদেশকে হারিয়ে অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপের সেমিফাইনালে উঠেছে ভারত। ওয়েস্ট ইন্ডিজের মাটিতে এ বার পঞ্চম বিশ্বকাপের স্বপ্ন নিয়ে এগিয়ে চলেছে টিম ইন্ডিয়ার জুনিয়র ব্রিগেড। যুব বিশ্বকাপের সেমিফাইনালে আজ অস্ট্রেলিয়ার বিরুদ্ধে খেলতে নামবে যশ ধুলরা।
সেমিফাইনালে নামার আগে ভারতীয় অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দলের অধিনায়ক যশ ধুল বলেন, ‘অস্ট্রেলিয়ান বোলিং আক্রমণ সাধারণ তাই আমরা দ্রুত উইকেট হারানোর আগে বড় পার্টনারশিপ গড়ে তোলার দিকে মনোনিবেশ করব। আমাদের পার্টনারশিপ গড়ার দিকেই মন দিতে হবে কারণ এটা হলে তবেই আমরা ডেথ ওভারে আরও বেশি স্কোর করতে পারব।’ দলে ভিভিএস লক্ষ্মণের ভূমিকা প্রসঙ্গে বলতে গিয়ে যশ ধুল বলেন, ‘লক্ষ্মণ স্যার তার অভিজ্ঞতা আমাদের সাথে শেয়ার করেন যা আসন্ন গেমগুলির জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমাদের ক্যাম্পে তার একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।’
গ্রুপ পর্বে অপরাজিত থেকেই নক আউটে উঠেছে ভারতে। কোয়ার্টার ফাইনালে বাংলাদেশকে উড়িয়ে সেমিফাইনালে উঠেছে ভারতীয় দল। যশ ধুল, শেখ রশিদরা করোনামুক্ত হয়ে ম্যাচে ফিরেছেন। অন্যদিকে অস্ট্রেলিয়া কোয়ার্টার ফাইনালে পাকিস্তানকে সহজেই উড়িয়ে দিয়েছে। তাই হেভিওয়েট অস্ট্রেলিয়ার বিরুদ্ধে নামার আগে অবশ্য সতর্ক ভারতীয় দল। অংকৃষ রঘুবংশী, অধিনায়ক যশ ধুল, শেখ রশিদরা তৈরি অজিদের বেগ দিতে। বোলিংয়ে বাংলার পেসার রবি কুমারের কাঁধেও থাকছে বাড়তি দায়িত্ব। বিশ্বকাপে বেশ নজর কেড়েছেন রবি। আগেই ভারতীয় দলের অধিনায়ক যশ বলেছিলেন। ‘দল প্রতিদিন উন্নতি করছে। সময়টা কঠিন, আমরা সব সময় একে অপরের পাশে দাঁড়াচ্ছি। কেউ খারাপ জায়গায় থাকলে তাকে টেনে তোলার দায়িত্ব আমাদেরই।’
For all the latest Sports News Click Here