U19 World Cup: সুপার লিগ কোয়ার্টারে উঠল কারা? চোখ রাখুন পয়েন্ট টেবিল ও সূচিতে
গ্রুপ লিগের খেলা শেষে ১৬ দলের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের খেতাবের দৌড় থেকে ছিটকে যায় আটটি দল। লড়াইয়ে টিকে থাকে বাকি আটটি দেশ। দেখে নেওয়া যাক লিগের শেষে পয়েন্ট টেবিলের ছবিটা।
কারা যোগ্যতা অর্জন করে সুপার লিগ কোয়ার্টার ফাইনালের: চারটি গ্রুপের প্রথম ২টি করে দল সুপার লিগের যোগ্যতা অর্জন করে। এ-গ্রুপ থেকে ইংল্যান্ড ও বাংলাদেশ, বি-গ্রুপ থেকে ভারত ও দক্ষিণ আফ্রিকা, সি-গ্রুপ থেকে পাকিস্তান ও আফগানিস্তান এবং ডি-গ্রুপ থেকে শ্রীলঙ্কা ও অস্ট্রেলিয়া সুপার লিগ কোয়ার্টার ফাইনালে ওঠে।
কারা ছিটকে যায় খেতাবের দৌড় থেকে: চারটি গ্রুপের শেষ দু’টি করে দল খেতাবের দৌড় থেকে ছিটকে যায়। তারা প্লেট কোয়ার্টার ফাইনালে অংশ নেবে। এ-গ্রুপ থেকে আমিরশাহি ও কানাডা, বি-গ্রুপ থেকে আয়ারল্যান্ড ও উগান্ডা, সি-গ্রুপ থেকে জিন্বাবোয়ে ও পাপুয়া নিউ গিনি এবং ডি-গ্রুপ থেকে ওয়েস্ট ইন্ডিজ ও স্কটল্যান্ড ছিটকে যায় খেতাবের দৌড় থেকে।
অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের চারটি গ্রুপের পয়েন্ট টেবিল:-
গ্রুপ-এ:
১. ইংল্যান্ড: ম্যাচ-৩, জয়-৩, হার-০, পয়েন্ট-৬।
২. বাংলাদেশ: ম্যাচ-৩, জয়-২, হার-১, পয়েন্ট-৪।
৩. আমিরশাহি: ম্যাচ-৩, জয়-১, হার-২, পয়েন্ট-২।
৪. কানাডা: ম্যাচ-৩, জয়-০, হার-৩, পয়েন্ট-০।
গ্রুপ-বি:
১. ভারত: ম্যাচ-৩, জয়-৩, হার-০, পয়েন্ট-৬।
২. দক্ষিণ আফ্রিকা: ম্যাচ-৩, জয়-২, হার-১, পয়েন্ট-৪।
৩. আয়ারল্যান্ড: ম্যাচ-৩, জয়-১, হার-২, পয়েন্ট-২।
৪. উগান্ডা: ম্যাচ-৩, জয়-০, হার-৩, পয়েন্ট-০।
গ্রুপ-সি:
১. পাকিস্তান: ম্যাচ-৩, জয়-৩, হার-০, পয়েন্ট-৬।
২. আফগানিস্তান: ম্যাচ-৩, জয়-২, হার-১, পয়েন্ট-৪।
৩. জিম্বাবোয়ে: ম্যাচ-৩, জয়-১, হার-২, পয়েন্ট-২।
৪. পাপুয়া নিউ গিনি: ম্যাচ-৩, জয়-০, হার-৩, পয়েন্ট-০।
গ্রুপ-ডি:
১. শ্রীলঙ্কা: ম্যাচ-৩, জয়-৩, হার-০, পয়েন্ট-৬।
২. অস্ট্রেলিয়া: ম্যাচ-৩, জয়-২, হার-১, পয়েন্ট-৪।
৩. ওয়েস্ট ইন্ডিজ: ম্যাচ-৩, জয়-১, হার-২, পয়েন্ট-২।
৪. স্কটল্যান্ড: ম্যাচ-৩, জয়-০, হার-৩, পয়েন্ট-০।
সুপার লিগ কোয়ার্টার ফাইনালের সূচি:-
১. প্রথম কোয়ার্টার ফাইনাল: ইংল্যান্ড বনাম দক্ষিণ আফ্রিকা (২৬ জানুয়ারি)।
২. দ্বিতীয় কোয়ার্টার ফাইনাল: ভারত বনাম বাংলাদেশ (২৯ জানুয়ারি)।
৩. তৃতীয় কোয়ার্টার ফাইনাল: অস্ট্রেলিয়া বনাম পাকিস্তান (২৮ জানুয়ারি)।
৪. চতুর্থ কোয়ার্টার ফাইনাল: আফগানিস্তান বনাম শ্রীলঙ্কা (২৭ জানুয়ারি)।
For all the latest Sports News Click Here