U19 World Cup: বরাবর ভারতের সমালোচনা করেন, তবে যশ ধুলদের প্রশংসায় পঞ্চমুখ ভন
বিদেশ সফরে ভারত যখনই কোনও দ্বি-পাক্ষিক সিরিজে মাঠে নামে, মাইকেল ভন টিম ইন্ডিয়ার বিপক্ষে কথা বলা শুরু করে দেন। ভবিষ্যদ্বাণী করেন সিরিজের সম্ভাব্য ফলাফল নিয়ে। বেশিরভাগ ক্ষেত্রেই ভারতের হারের দিকে ইঙ্গিত থাকে তাঁর। ফলাফল ভিন্ন হলে এই নিয়ে নেটিজেনদের টিপ্পনিও হজম করতে হয় প্রাক্তন ব্রিটিশ অধিনায়ককে। মাঝে মধ্যে খোঁচা খেতে হয় ওয়াসিম জাফরের মতো প্রাক্তন ভারতীয় তারকার কাছ থেকেও।
অবশেষে ভারতীয় ক্রিকেটের ভবিষ্যৎ সুরক্ষিত দেখাচ্ছে বলে মন্তব্য করলেন ভন। যুব বিশ্বকাপের সেমিফাইনালে ভারতীয় দলের ব্যাটিং দেখার পর ব্রিটিশ তারকা স্বীকৃতি দিলেন যশ ধুলদের দক্ষতাকে।
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের সেমিফাইনালে টস জিতে শুরুতে ব্যাট করতে নামে ভারত। ১২.৩ ওভারে ভারতীয় দল মাত্র ৩৭ রানে দুই উইকেট হারিয়ে বসে। সেখান থেকে রশিদকে সঙ্গে নিয়ে ক্যাপ্টেন যশ ধুল ভারতকে বড় রানের লক্ষ্যে পৌঁছে দেন। ধুল অধিনায়কোচিত শতরান করেন। নিশ্চিত শতরান হাতছাড়া করেন রশিদ।
তৃতীয় উইকেটের জুটিতে যশ ও রশিদ যোগ করেন ২০৪ রান। ধুল ১০টি চার ও ১টি ছক্কার সাহায্যে ১১০ বলে ১১০ রান করে আউট হন। ৮টি চার ও ১টি ছক্কার সাহায্যে ১০৮ বলে ৯৪ রান করে ক্রিজ ছাড়েন রশিদ। ভারত শেষমেশ নির্ধারিত ৫০ ওভারে ৫ উইকেটের বিনিময়ে ২৯০ রান তোলে।
ভারতীয় যুব দলের এমন ব্যাটিং দেখার পর ভন টুইট করেন, ‘ভারতের অনূর্ধ্ব-১৯ দলের ব্যাটিং অত্যন্ত উচ্চমানের দেখিয়েছে। ভারতীয় দলের ভবিষ্যৎ নিরপদ দেখাচ্ছে। যশ ধুলকে অসাধারণ দেখাচ্ছে।’
For all the latest Sports News Click Here