U19 World Cup: আফগানিস্তানের জন্য বদলাতে হল যুব বিশ্বকাপের ক্রীড়াসূচি
একেবারে শেষ মুহূর্তে রদবদল হল অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের ক্রীড়াসূচিতে। বরং বলা ভালো যে শেষ বেলায় পূর্ব নির্ধারিত ক্রীড়াসূচিতে বদল করতে বাধ্য হল আইসিসি।
ভিসা সমস্যায় আফগানিস্তান দল নির্ধারিত সময়ে ওয়েস্ট ইন্ডিজে পৌঁছতে পারেনি। ফলে তাদের দেরিতে পৌঁছে প্রয়োজনীয় কোয়ারান্টাইন পর্ব শেষ করতে সময় লেগে যাবে। তাই বাধ্য হয়েই আফগানিস্তানের গ্রুপ ম্যাচগুলির সূচি বদলাতে হয় আন্তর্জাতিক ক্রিকেট সংস্থাকে। আফগানিস্তানের ম্যাচগুলি পিছিয়ে দিয়ে গ্রুপের অন্য ম্যাচগুলিকে এগিয়ে নিয়ে আসা হয়।
আফগানিস্তান বিশ্বকাপের সি-গ্রুপে জায়গা পেয়েছে। গ্রুপে তাদের সঙ্গে রয়েছে পাকিস্তান, পাপুয়া নিউ গিনি ও জিম্বাবোয়ে। সি-গ্রুপের ৬টি ম্যাচের মধ্যে চারটি ম্যাচের সূচি আগু-পিছু করা হয়েছে। দু’টি ম্যাচের সূচি অপরিবর্তিত রয়েছে।
সি-গ্রুপের পরিবর্তিত ক্রীড়াসূচি:-
১৫ জানুয়ারি: জিম্বাবোয়ে বনাম পাপুয়া নিউ গিনি (এই ম্যাচটি ২০ জানুয়ারি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল)।
১৭ জানুয়ারি: পাকিস্তান বনাম জিম্বাবোয়ে (এই ম্যাচটি ২২ জানুয়ারি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল)।
১৮ জানুয়ারি: আফগানিস্তান বনাম পাপুয়া নিউ গিনি (সূচি অপরিবর্তিত)।
২০ জানুয়ারি: পাকিস্তান বনাম আফগানিস্তান (সূচি অপরিবর্তিত)।
২২ জানুয়ারি: পাকিস্তান বনাম পাপুয়া নিউ গিনি (এই ম্যাচটি ১৫ জানুয়ারি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল)।
২২ জানুয়ারি: আফগানিস্তান বনাম জিম্বাবোয়ে (এই ম্যাচটি ১৬ জানুয়ারি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল)।
For all the latest Sports News Click Here