U19 Women’s T20 WC: অজিদের বিরুদ্ধে বিশ্বকাপের অভিষেকেই দাপুটে জয় বাংলাদেশের
অনূর্ধ্ব–১৯ মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপের শুরুতেই ইতিহাস গড়ে ফেলল বাংলাদেশ ক্রিকেট টিম। প্রথম ম্যাচে আজ অস্ট্রেলিয়াকে ৭ উইকেটে হারিয়ে চমকে দিলেন বাংলাদেশের মেয়েরা। প্রথমে ব্যাট করে অস্ট্রেলিয়ার মেয়েরা করেন ৫ উইকেটে ১৩০ রান। ১২ বল বাকি থাকতেই প্রয়োজনীয় রান সংগ্রহ করে ৭ উইকেটে ম্যাচ জিতে যায় বাংলাদেশ।
টস জিতে প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে অস্ট্রেলিয়ার অনূর্ধ্ব-১৯ দল করে ৫ উইকেটে ১৩০ রান। বাংলাদেশের বোলারদের দাপটে স্কোর বেশি এগিয়ে নিয়ে যেতে পারেনি অজিরা। ক্লেরি মোর ৫২ রানের দুরন্ত ইনিংস খেলেন। এ ছাড়া এলা হেওয়ার্ড ৩৫ রান করেন। বাকিদের অবস্থা তথৈবচ। ২০ রানের গণ্ডি টপকাননি দলের বাকি ব্যাটাররা।
বাংলাদেশের মারুফা আক্তের এবং দিশা বিশ্বাস ২টি করে উইকেট নিয়েছেন। রাবেয়া খান নিয়েছেন ১ উইকেট।
জবাবে ব্যাট করতে নামলে শুরুতেই ধাক্কা খায় বাংলাদেশ। প্রথম বলেই আউট হয়ে যায় বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের ওপেনার মিষ্টি সাহা। কিন্তু এর পর আফিফা প্রতেষ্টা (২৪) ও দিলারা আক্তের (৪০) দলের হাল ধরেন।
তবে আফিফা এবং দিলারা পরপর আউট হয়ে যান। ১ উইকেটে ৬৬ থেকে ৭১ রানে ৩ উইকেট হারায় বাংলাদেশ। তবে সেখান থেকে শোর্না আক্তের এবং সুমাইয়া আক্তের চতুর্থ উইকেটে ৪২ বলে ৬১ রানের অপরাজিত পার্টনারশিপ করে দলকে স্মরণীয় জয় এনে দেন।
শোর্না ২৩ রানে এবং সুমাইয়া ৩১ রানে অপরাজিত থাকেন। ১৮ ওভারে ৩ উইকেটে ১৩২ রান করে বাংলাদেশ। ১২ বল বাকি থাকতে ৭ উইকেটে ম্যাচ জিতে যায় তারা। দিশা বিশ্বাসের নেতৃত্বে অনূর্ধ্ব-১৯ মেয়েদের বিশ্বকাপের প্রথম ম্যাচেই বাজিমাত করল বাংলাদেশ। চমকে দিল বিশ্ব ক্রিকেটকে
For all the latest Sports News Click Here