U19 WC Final Live: কোহলিরা পেরেছেন,ভারতকে ৫ নম্বর বিশ্বকাপ এনে দিতে পারবেন যশরা?
ধারাবাহিকতা বজায় রেখে ফের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের ফাইনালে ভারত। চারবারের যুব বিশ্বকাপ চ্যাম্পিয়ন ভারত এই নিয়ে মোট ৮ বার টুর্নামেন্টের ফাইনালে জায়গা করে নেয়। এই নিয়ে টানা চারবার তারা বিশ্বকাপের ফাইনালে ওঠে। অন্যদিকে, ইংল্যান্ড এই নিয়ে দ্বিতীয়বার যুব বিশ্বকাপের ফাইনালের টিকিট হাতে পেয়েছে। এর আগে তারা ১৯৯৮ সালে একবার মাত্র যুব বিশ্বকাপের ফাইনালে উঠেছিল। সেবার চ্যাম্পিয়ন হয়েই মাঠ ছাড়ে ইংল্যান্ড। এবার অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে ভারতের অধিপত্যে ব্রিটিশরা থাবা বসাতে পারেন কিনা সেটাই দেখার।
কোন পথে ফাইনালে ইংল্যান্ড
গ্রুপের প্রথম ম্যাচে বাংলাদেশকে ৭ উইকেটে হারায়।
গ্রুপের দ্বিতীয় ম্যাচে কানাডাকে ১০৬ রানে পরাজিত করে।
গ্রুপের তৃতীয় ম্যাচে আমিরশাহিকে ১৮৯ রানে হারিয়ে দেয়।
কোয়ার্টার ফাইনালে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ৬ উইকেটে জয় তুলে নেয়।
সেমিফাইনালে ডাকওয়ার্থ-লুইস নিয়মে ১৫ রানে পরাজিত করে আফগানিস্তানকে।
কোন পথে ফাইনালে ভারত
গ্রুপের প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে ৪৫ রানে হারায়।
গ্রুপের দ্বিতীয় ম্যাচে আয়ারল্যান্ডকে ১৭৪ রানে পরাজিত করে।
গ্রুপের তৃতীয় ম্যাচে উগান্ডাকে ৩২৬ রানে হারিয়ে দেয়।
কোয়ার্টার ফাইনালে বাংলাদেশের বিরুদ্ধে ৫ উইকেটের দাপুটে জয় তুলে নেয়।
সেমিফাইনালে অস্ট্রেলিয়াকে ৯৬ রানে পরাজিত করে।
For all the latest Sports News Click Here