U19 WC: নজির গড়লেন পাকিস্তানের উইকেট রক্ষক ব্যাটার হাসিবুল্লাহ খান
শুভব্রত মুখার্জি: ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে অনুষ্ঠিত অনুর্ধ্ব-১৯ বিশ্বকাপের পঞ্চম স্থান নির্নায়ক ম্যাচে মুখোমুখি হয়েছে পাকিস্তান এবং শ্রীলঙ্কা দুই দল। কার্যত গুরুত্বহীন এই ম্যাচে ব্যাট হাতে রানের পাহাড় গড়লেন পাক ব্যাটাররা। শ্রীলঙ্কার সামনে জয়ের জন্য লক্ষ্য পাহাড়সম ৩৬৬ রান। আর এই ম্যাচেই ব্যাট হাতে অনুর্ধ্ব-১৯ বিশ্বকাপ ক্রিকেটে পাকিস্তানের ইতিহাসে রেকর্ড পার্টনারশিপ গড়ে ব্যাটার হিসেবে একাধিক নজির গড়ে ফেললেন পাকিস্তানের উইকেট রক্ষক ব্যাটার হাসিবুল্লাহ খান। একটি টুর্নামেন্টে উইকেট রক্ষক ব্যাটার হিসেবে ঋষভ পন্ত, কুইন্টন ডি’ককদের পিছনে ফেলে তিনি এখন টুর্নামেন্টের ইতিহাসে সর্বাধিক রান সংগ্রহকারী। তবে এখানেই থামছে না তার নজির গড়ার স্বপ্নের দৌড়। একমাত্র উইকেট রক্ষক ব্যাটার হিসেবে অনুর্ধ্ব-১৯ বিশ্বকাপে তিনিই প্রথম ব্যাটার যিনি দুটি শতরানের ইনিংস উপহার দিলেন।
এদিন নর্থ সাউন্ডে প্রথমে ব্যাট করতে নামে পাকিস্তান। তাদের দুই ওপেনার মুহম্মদ শেহজাদ এবং হাসিবুল্লাহ খান দলের হয়ে দুরন্ত শুরু করেন। প্রথম উইকেট জুটিতে ওঠে ১৩৪ রান। ২৪.১ ওভারে ডিসিলভার বলে শেহজাদ ৭৩ রান করে প্যাভিলিয়নে ফিরলে ভাঙে এই জুটি। এরপর ২২ গজে হাসিবুল্লাহের সঙ্গে জুটি গড়েন অধিনায়ক কোয়াসিম আক্রাম। দ্বিতীয় উইকেট জুটিতে ২২৯ রান তোলে তারা। হাসিবুল্লাহ ১৫১ বলে ১৩৬ রান করে আউট হন। তার ইনিংস সাজানো ছিল ৯টি চার ও ২টি ছয়ে। অপরদিকে ৮০ বলে ১৩৫ রানের অপরাজিত এক ইনিংস খেলেন কোয়াসিম আক্রাম। ফলে নির্ধারিত ৫০ ওভারে ৩৬৫ রান করতে সমর্থ হয় পাকিস্তান।
আর এই শতরানের ইনিংস খেলার মধ্যে দিয়েই একাধিক নজির গড়ে ফেলেছেন হাসিবুল্লাহ। আসুন একনজরে দেখে নেওয়া যাক সেইসব পরিসংখ্যান:
∆ টি-২০ বিশ্বকাপে একটি সংস্করণে সর্বাধিক রান :
১) ৩৫৭* – হাসিবুল্লাহ খান (২০২২, পাকিস্তান)
২) ৩০৩- নিকোলাস পুরান (২০১৪, ওয়েস্ট ইন্ডিজ)
৩) ২৮৪- কুইন্টন ডি’কক (২০১২, দক্ষিণ আফ্রিকা)
৪) ২৬৭- ঋষভ পন্ত (২০১৬,ভারত)।
উল্লেখ্য হাসিবুল্লাহ অনুর্ধ্ব-১৯ বিশ্বকাপে একমাত্র উইকেট রক্ষক ব্যাটার যিনি একটি সংস্করণে দুটি শতরান করতে সক্ষম হলেন। অপরদিকে হাসিবুল্লাহ এবং কোয়াসিমের ২২৯ রানের পার্টনারশিপ অনুর্ধ্ব-১৯ বিশ্বকাপের ইতিহাসে পাকিস্তানের সর্বোচ্চ পার্টনারশিপ। এর আগে এই রেকর্ডটা ছিল শামি আসলাম এবং ইমাম-উল-হকের দখলে। ২০১২ সালে তারা ভারতের বিরুদ্ধে ২১৩ রানের পার্টনারশিপ গড়তে সমর্থ হয়েছিলেন।
For all the latest Sports News Click Here