U19 WC-এ উগাণ্ডাকে ৩২৬রানে দুরমুশ করেছে ভারত, সেই দলের ড্রেসিংরুমে গিয়ে পেপটক লক্ষ্মণের
করোনা জর্জরিত ভারতের যুব দলের কাছে ৩২৬ রানে হেরেছে উগাণ্ডার যুব দল। কিন্তু ম্যাচের পর তাদের ড্রেসিংরুমে উপস্থিত হয়েছিল ভিভিএস লক্ষ্মণ। সেখানে গিয়ে ক্রিকেট সংক্রান্ত নানা পরামর্শ দেন উগাণ্ডার যুব দলকে। আর তাতে রীতিমতো অনুপ্রাণিত হয় তারা।
প্রাক্তন ভারতীয় ক্রিকেটার বর্তমানে জাতীয় ক্রিকেট অ্যাকাডেমীর প্রধান হিসাবে নিযুক্ত। সেই কারণে এই মুহূর্তে অনূর্ধ্ব-১৯ ভারতীয় দলের সঙ্গে ক্যারিবিয়ান দীপপুঞ্জে রয়েছেন উগান্ডা ক্রিকেট অ্যাসোসিয়েশনের তরফে কিছু ছবি দিয়ে লেখা হয়েছে, ‘ভারতের বিরুদ্ধে ম্যাচের পর ভারতের কিংবদন্তি ক্রিকেটার ভিভিএস লক্ষ্মণ আমাদের শিবিরে এসেছিলেন। এবং আমাদের প্লেয়ারদের কিছু পরমার্শ দিয়েছেন। ধন্যবাদ লক্ষ্মণ ভাই।’
লক্ষ্মণও উগান্ডার প্লেয়ারদের সঙ্গে দেখা করে, তাঁদের সঙ্গে নিজের অভিজ্ঞতা এবং পরামর্শ ভাগ করে নিতে পেরে উচ্ছ্বসিত। তিনি টুইটে লিখেছেন, ‘উগান্ডার প্লেয়ারদের সঙ্গে কথা বলে খুবই ভালো লেগেছে। এবং আমি ওদের সাফল্য কামনা করি এবং ওরা আরও এগিয়ে যাক, এটাই চাই।’
করোনার জেরে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের ম্যাচ খেলার জন্য যে ভারত টিমই গড়তেই পারছিল না, তারাই শনিবার চোখ ধাঁধানো পারফরম্যান্স করে। উগান্ডাকে একেবারে ৩২৬ রানে খড়কুটোর মতোই উড়িয়ে দেন রাজা বাওয়ারা। ভারতের প্রথম একাদশের ৫ জন প্লেয়ারই করোনায় আক্রান্ত ছিলেন। এই পরিস্থিতিতেও দমানো যায়নি টিম ইন্ডিয়াকে। প্রথমে ব্যাট করে ৫ উইকেটে ৪০৫ রান করে তারা। জবাবে ব্যাট করতে নেমে ১৯.৪ ওভারে ৭৯ রানে অলআউট হয়ে যায় উগাণ্ডা।
৩২৬ রানে ম্যাচ জিতে নয়া নজির গড়ে ভারতের যুব দল।অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের ইতিহাসে ভারতের সবচেয়ে বড় রানের ব্যবধানে জয়ের রেকর্ড গড়ে রাজা বাওয়ারা। এর আগে এত বড় রানের ব্যবধানে ভারত কখনও অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের মঞ্চে কোনও ম্য়াচ জেতেনি।
For all the latest Sports News Click Here