U19 Asia Cup Final Live: ভারতকে প্রথম সাফল্য এনে দিলেন বাংলার রবি
গ্রুপ লিগে পাকিস্তানের কাছে হারতে হলেও সেই ধাক্কা সামলে ভারতের যুব ক্রিকেট দল চলতি অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের সেমিফাইনালে জায়গা করে নেয়। পরে শেষ চারে বাংলাদেশকে পরাজিত করে খেতাবি লড়াইয়ের টিকিট অর্জন করে ভারত। ফাইনালে তাদের প্রতিপক্ষ শ্রীলঙ্কার যুব দল, যারা সেমিফাইনালে হারিয়ে দেয় এ-গ্রুপের সব ম্যাচ জেতা পাকিস্তানকে।
চামিন্দু আউট
৩.৪ ওভারে বাংলার রবি কুমার ভারতকে প্রথম সাফল্য এনে দিলেন। তিনি ফিরিয়ে দেন শ্রীলঙ্কা ওপেনার চামিন্দু বিক্রমাসিংহেকে। ১২ বলে ৩ রান করে রাজের হাতে ধরা পড়েন চামিন্দু। শ্রীলঙ্কা দলগত ৪ রানে ১ উইকেট হারায়। ক্রিজে নতুন ব্যাটসম্যান বন্দরা। ৪ ওভার শেষে শ্রীলঙ্কার স্কোর ৬/১
শ্রীলঙ্কার প্লেয়িং ইলেভেন
চামিন্দু বিক্রমাসিংহে, শেভন ড্যানিয়েল, অঞ্জলা বন্দরা (উইকেটকিপার), সাদিশা রাজাপক্ষে, পবন পথিরাজা, রানুদা সোমরত্নে, রবীন ডি’সিলভা, ইয়াসিরু রডরিগো (ক্যাপ্টেন), মাথিসা পথিরানা, ত্রেভিন ম্যাথিউ, বিনুজা রানপুল।
ভারতের প্লেয়িং ইলেভেন
হরনূর সিং পান্নু, অংকৃষ রঘুবংশী, শেক রশিদ, নিশান্ত সিন্ধু, যশ ধুল (ক্যাপ্টেন), রাজ বাওয়া, কৌশল তাম্বে, আরাধ্য যাদব (উইকেটকিপার), রাজবর্ধন হাঙ্গার্গেকর, ভিকি ওস্তওয়াল, ও রবি কুমার,।
ম্যাচ শুরু
শ্রীলঙ্কার হয়ে ওপেন করতে নামেন চামিন্দু বিক্রমাসিংহে ও শেভন ড্যানিয়েল। ভারতের হয়ে বোলিং শুরু করেন রাজবর্ধন হাঙ্গার্গেকর। প্রথম ওভারে ২ রান সংগ্রহ করে শ্রীলঙ্কা। কোনও উইকেট হারায়নি তারা।
টস জিতল শ্রীলঙ্কা
যুব এশিয়া কাপের ফাইনালে টস-ভাগ্য সঙ্গ দিল শ্রীলঙ্কাকে। টস জিতে শ্রীলঙ্কা অধিনায়ক ইয়াসিরু রডরিগো শুরুতে ব্যাট করার সিদ্ধান্ত নেন। সুতরাং, দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে টস হেরে শুরুতে ফিল্ডিং ভারতের।
চ্যাম্পিয়ন হয়েই বিশ্বকাপের প্রস্তুতি সারতে চায় ভারত
এশিয়া কাপের ট্রফি জিততে পারলে বাড়তি আত্মবিশ্বাস নিয়ে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের মঞ্চে পা দিতে পারবে ভারতীয় দল। কেননা, এশিয়া কাপ খেলেই ভারতীয় দল পা বাড়াবে ওয়েস্ট ইন্ডিজে যুব বিশ্বকাপে অংশ নিতে।
কোন পথে ফাইনালে শ্রীলঙ্কা
১. গ্রুপের প্রথম ম্যাচে কুয়েতকে রেকর্ড ২৭৪ রানে পরাজিত করে।
২. গ্রুপের দ্বিতীয় ম্যাচে নেপালকে ৬০ রানে হারিয়ে দেয়।
৩. বাংলাদেশের বিরুদ্ধে গ্রুপের তৃতীয় ম্যাচ করোনার জন্য মাঝপথেই পরিত্যক্ত হয়।
৪. সেমিফাইনালে পাকিস্তানকে ২২ রানে পরাজিত করে।
কোন পথে ফাইনালে ভারত
১. গ্রুপের প্রথম ম্যাচে আমিরশাহিকে ১৫৪ রানে পরাজিত করে।
২. গ্রুপের দ্বিতীয় ম্যাচে পাকিস্তানের কাছে শেষ বলের থ্রিলারে ২ উইকেটে হেরে যায়।
৩. গ্রুপের তৃতীয় ম্যাচে আফগানিস্তানকে ৪ উইকেটে হারিয়ে দেয়।
৪. সেমিফাইনালে বাংলাদেশরে ১০৩ রানে পরাজিত করে।
For all the latest Sports News Click Here