U-19 Asia Cup: প্রথম দিনেই বিরাট রেকর্ড গড়ল শ্রীলঙ্কা,লজ্জার নজির আফগানিস্তানের
চলতি অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের প্রথম দিনে মোট তিনটি ম্যাচ খেলা হয়ে। প্রথম দিনেই যুব এশিয়া কাপে আগের বেশ কয়েকটি রেকর্ড ভেঙে যায়।
তিনটি ম্যাচের ফলাফল:-
১. দুবাইয়ে আইসিসি অ্যাকাডেমির মাঠে ভারত টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে আয়োজক সংযুক্ত আরব আমিরশাহিকে ১৫৪ রানের বড় ব্যাবধানে পরাজিত করে।
২. শারজায় টুর্নামেন্টের দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কা ২৭৪ রানের বিশাল ব্যবধানে হারিয়ে দেয় কুয়েতকে।
৩. দুবাইয়ে আইসিসি অ্যাকাডেমির অপর মাঠে টুর্নামেন্টের তৃতীয় ম্যাচে পাকিস্তান ৪ উইকেটের ব্যবধানে পরাজিত করে আফগানিস্তানকে।
যেসব রেকর্ড হয় প্রথম দিনে:-
১. কুয়েতের বিরুদ্ধে শ্রীলঙ্কার ২৭৪ রানের ব্যবধানে জয় এপর্যন্ত টুর্নামেন্টের ইতিহাসে সবথেকে বড় ব্যবধানে ম্যাচ জয়ের রেকর্ড। এর আগে এই রেকর্ড ছিল বাংলাদেশের নামে। তারা ২০১৭ সালে মালয়েশিয়াকে ২৬২ রানের ব্যবধানে পরাজিত করেছিল।
উল্লেখ্য, এদিন শারজায় প্রথমে ব্যাট করে শ্রীলঙ্কা নির্ধারিত ৫০ ওভারে ৫ উইকেটের বিনিময়ে ৩২৩ রান তোলে। জবাবে ব্যাট করতে নেমে কুয়েত মাত্র ৪৯ রানে অল-আউট হয়ে যায়।
২. পাকিস্তানের বিরুদ্ধে অপর ম্যাচে প্রথমে ব্যাট করতে নেমে আফগানিস্তান মাত্র ৫২ রানে অল-আউট হয়ে যায়। যুব ওয়ান ডে ম্যাচে আফগানিস্তানের এটিই সবথেকে কম রানের দলগত ইনিংস। এর আগে তাদের সবথেকে ছোট ইনিংস ছিল ৭৭ রানের। তাছাড়া এটি পাকিস্তানের বিরুদ্ধে সবথেকে কম রানে অল-আউট হওয়ার নতুন রেকর্ড। আগের রেকর্ড ছিল ৫৩ রানের।
For all the latest Sports News Click Here