U-19 মহিলা ক্রিকেটে লজ্জার নজির, UAE-র বিরুদ্ধে মাত্র ৮রানে অল আউট হয়ে গেল নেপাল
মালয়েশিয়ায় আইসিসি অনূর্ধ্ব-১৯ মহিলা টি-টোয়েন্টি বিশ্বকাপের এশিয়া বাছাই পর্বের ম্যাচে শনিবার সংযুক্ত আরব আমিরশাহির মহিলা দল নেপাল অনূর্ধ্ব-১৯ দলকে মাত্র ৮ রানে অল আউট করে দেয়।
প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেওয়ার পর, নেপাল একেবারে ল্যাজেগোবরে হয়। ইউএই-র ফ্রন্ট-লাইন বোলার মাহিকা গৌর এবং ইন্ধুজা নন্দকুমার তাদের একেবারে খড়কুটোর মতো উড়িয়ে দেন। যাঁরা নতুন বলের সাহায্যে মোট ৮ উইকেট তুলে নেন।
স্নেহা মাহারা 10 বলে ৩ রান করেন। সেটাই সর্বোচ্চ স্কোর নেপালের। ছ’জন নেপালের ব্যাটসম্যান শূন্য করে আউট হন। ৮.১ ওভারে নেপাল ৮ রানে অল আউট হয়ে যায়। সংযুক্ত আরব আমিরশাহি ওপেনাররা মাত্র সাত বলে কোনও উইকেট না হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় ৯ রান তুলে নেয়।
ভুটান, নেপাল, থাইল্যান্ড, কাতার এবং সংযুক্ত আরব আমিরশাহির মধ্যে টি-টোয়েন্টি বিশ্বকাপের এশিয়া কোয়ালিফায়ার টুর্নামেন্ট খেলা হচ্ছে। বিজয়ীরা ২০২৩ সালের জানুয়ারিতে দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিতব্য উদ্বোধনী আইসিসি অনূর্ধ্ব-১৯ মহিলা টি-টোয়েন্টি বিশ্বকাপের যোগ্যতা অর্জন করবে।
নেপাল শুক্রবার তাদের প্রথম ম্যাচ জিতেছিল, যেখানে তারা কাতারকে ৩৮ রানে আউট করে ৭৯ রানে জয় ছিনিয়ে নিয়েছিল। এ দিন নিজেরাই একেবারে ল্যাজেগোবরে হয়ে লজ্জার নজির গড়ে।
সংক্ষিপ্ত স্কোর: নেপাল ৮.১ ওভারে অলআউট হয়ে যায় ৮ রানে (স্নেহা মাহারা ৩, মাহিকা গৌর ৫/২, ইন্ধুজা নন্দকুমার ৩/৬), ১,১ ওভারে ইউএই ৯/০ (তীর্থ সতীশ অপরাজিত ৪, লাবণ্য অপরাজিত ৩)
For all the latest Sports News Click Here