TRP Non-Fiction: দিদি নম্বর ১-কে জোরদার টেক্কা সারেগামাপা-র, জমে উঠেছে লড়াই!
আলবার্ট কাবো থেকে পদ্মপলাশ, সারেগামাপা-র একাধিক প্রতিযোগির সুরের মূর্ছনায় মুগ্ধ দর্শক। মাঝে টিআরপির দৌড়ে খানিকটা পিছিয়ে পড়েছিল জি বাংলার এই গানের রিয়ালিটি শো। তবে দিদি নম্বর ১-এর চেয়ে ব্যবধান বেশ অনেকটা কমিয়ে আনল ‘সারেগামাপা’। চলতি সপ্তাহের টিআরপির রিপোর্ট কার্ড স্পষ্ট বলছে, নন-ফিকশন জঁরে ফের একবার বাজিমাত করল জি বাংলা। ফিকশন বিভাগে সেরা দু’টি পজিশন স্টার জলসার দখলে থাকলেও নন-ফিকশনের ক্ষেত্রে এক্কেবারে উলটো।
সেরার লড়াইয়ে এই সপ্তাহেও রচনা বন্দ্যোপাধ্যায়ের শো ‘দিদি নম্বর ১’ থাকল সবচেয়ে আগে। দিদির ঝুলিতে রয়েছে ৫.৪ নম্বর। মাত্র ০.১ নম্বর পিছিয়ে থেকে দ্বিতীয়স্থান দখল করেছে ‘সারেগামাপা’। বাকিদের অবস্থান কোথায়? খুব বেশি পিছিয়ে নেই স্টার জলসার ডান্স ডান্স জুনিয়রও। এই শো-এর ঝুলিতে রয়েছে ৪.৯ নম্বর। তবে রান্নাঘরের টিআরপি কিছুতেই বাড়ছে না। এই সপ্তাহে ১.০ রেটিং পয়েন্ট নিয়ে সবশেষে থাকল এই শো।
এক নজরে দেখে নিন নন-ফিকশনের তালিকা-
দিদি নম্বর ১ [সানডে ধামাকা] (৫.৪)
সারেগামাপা (৫.৩)
ডান্স ডান্স জুনিয়র ৩ (৪.৯)
রান্নাঘর (১.০)
নন-ফিকশন জঁরে রচনা বারবার প্রমাণ করে দিচ্ছেন দিদি নম্বর ১-ই সেরার সেরা। তবে চমক দেওয়ার লড়াইয়ে পিছিয়ে নেই অন্যরাও। আগামিতে একগুচ্ছ সারপ্রাইজ থাকবে ‘ডান্স ডান্স জুনিয়র’-এ। টেলিপাড়া সূত্রে খবর এই ডান্স রিয়ালিটি শো-এর আসন্ন এপিসোডে দেখা যাবে সানি লিওনকে। গত সিজনের গ্র্যান্ড ফিনালেতে সানি অংশ হয়েছিলেন এই শো-এর। পাশাপাশি সারেগামাপা-র নির্মাতারাও চেষ্টা চালাচ্ছেন শো-এর ফর্ম্যাটে একাধিক চমক আনতে। আসন্ন এপিসোডে কুমার শানুর কাছে গানের তালিম নিতে দেখা যাবে সঞ্চালক আবির চট্টোপাধ্যায়।
For all the latest entertainment News Click Here