TRP List: চমকে দিল ‘গৌরী এলো’, নম্বর কমলো মিঠাই-এর! তবে কি শীর্ষস্থান হাতছাড়া?
আজ বৃহস্পতিবার। অধীর আগ্রহে এদিন সিরিয়ালপ্রেমীরা অপেক্ষায় থাকে নিজেদের প্রিয় তারকাদের সাপ্তাহিক রিপোর্ট কার্ডের। চলতি সপ্তাহে ‘মিঠাই’ ভক্তদের জন্য একটা ভালো খবর আছে, আরেকটা খারাপ খবর আছে! ভালো খবরটাই আগে জানি রাখি। এই সপ্তাহে ফের একবার বেঙ্গল টপার মোদক পরিবার। শীর্ষস্থানে থাকবার হাফ সেঞ্চুরি এদিন করে ফেলল মিঠাই রানি। সত্যি এই উপলব্ধি কী চাড্ডিখানি কথা! তবে খারাপ খবরটা হল রেটিং কমেছে মিঠাইয়ের। গত সপ্তাহে ৮.৩ নম্বর পেয়ে প্রথমস্থান দখল করেছিল মিঠাই, সে জায়গায় এবার নম্বর কমেছে (৭.৮) অনেকখানি।
এই সপ্তাহে টিআরপি তালিকায় চমকে দিল গৌরী এল। পঞ্চমস্থান থেকে লাফিয়ে দ্বিতীয়স্থানে চলে এল এই ধারাবাহিক। গাঁটছড়ার সঙ্গে যৌথভাবে দ্বিতীয় জি বাংলার এই ধারাবাহিক। দুজনেরই প্রাপ্ত নম্বর ৭.৩। এই সপ্তাহে একমাত্র গৌরী এলোর টিআরপি সামান্য বেড়েছে। তিন নম্বর স্থান দখলে রাখল ‘ধুলোকণা’ (৭.২)। অন্যদিকে চতুর্থ ও পঞ্চম স্থানে রয়েছে ‘মন ফাগুন’ ও ‘আলতা ফড়িং’। এই দুই সিরিয়ালের ঝুলিতে রয়েছে যথাক্রমে ৭.০ ও ৬.৮ নম্বর।
এক নজরে দেখে নিন সেরা ১০-এর তালিকা-
প্রথম- মিঠাই (৭.৮)
দ্বিতীয়- গৌরী এলো (৭.৩)
গাঁটছড়া (৭.৩)
তৃৃতীয়- ধুলোকণা (৭.২)
চতুর্থ- মন ফাগুন (৭.০)
পঞ্চম- আলতা ফড়িং (৬.৮)
ষষ্ঠ- লক্ষ্মী কাকিমা সুপারস্টার (৬.২)
সপ্তম- উমা (৬.০)
অষ্টম- এই পথ যদি না শেষ হয় (৫.৭)
নবম- খেলনা বাড়ি (৫.৫)
অনুরাগের ছোঁয়া (৫.৫)
দশম- লালকুঠি (৫.৪)
For all the latest entertainment News Click Here