TRP-র লড়াইয়ে মুখোমুখি রাজীব-নন্দা! জলসার ‘সন্ধ্যাতারা’য় নেগেটিভ রোলে সৌরভ
‘মিঠাই’ সিরিয়ালের প্রতিটি চরিত্র দর্শকদের মনে বিশেষ জাগয়া করে নিয়েছিল গত আড়াই বছরে। উচ্ছেবাবু ও মিঠাইয়ের পাশাপাশি পার্শ্ব চরিত্রগুলোও সমান নজরকাড়া। মোদক বাড়ির বড় জামাই রাজীবের ভূমিকায় সৌরভ চট্টোপাধ্যায়ের অসাধারণ অভিনয় মন ছুঁয়েছে সবার। সিরিয়ালের সম্প্রচার শেষ হওয়ার আগেই বড় সুখবর দিলেন অভিনেতা। অনস্ক্রিন স্ত্রী কৌশাম্বির পর এবার নতুন প্রোজেক্টে সৌরভ।
তবে কৌশাম্বির মতো জি বাংলার পর্দায় নয়, এবার ‘রাজীব কুমার’ সৌরভের দেখা মিলবে স্টার জলসায়। চ্যানেলের আসন্ন ধারাবাহিক ‘সন্ধ্যাতারা’র অংশ হচ্ছেন সৌরভ। শুধু তাই নয়, এবার খল চরিত্রে দেখা যাবে তাঁকে। দীর্ঘদিন পর ছোটপর্দায় নেগেটিভ শেডের চরিত্রে সৌরভ। অভিনেতা জানিয়েছেন, মিঠাইয়ের পর বেশ কয়েকটি কাজের অফার ছিল তাঁর হাতে, যে চরিত্রগুলোর বেশিরভাগই রাজীবের ধাঁচে গড়া। তাই আগ্রহ দেখাননি সৌরভ। তবে ‘সন্ধ্যতারা’র চরিত্র ধূসর, তাই লুফে নেন সেই অফার।
অন্বেষা হাজরার নতুন শো ‘সন্ধ্যাতারায়’ কোন চরিত্রে থাকবেন সৌরভ? জানা যাচ্ছে নায়কের মেজ মামা ভূমিকায় দেখা যাবে তাঁকে। প্রসঙ্গত, স্টার জলসার এই মেগায় অন্বেষার বিপরীতে থাকছেন নবাগত সৌরজিৎ বন্দ্যোপাধ্যায়। এছাড়াও ‘সন্ধ্যা’ অন্বেষার বোন ‘তারা’র চরিত্রে থাকছেন অমৃতা দেব। নিজের চরিত্র সম্পর্কে কথা বলতে গিয়ে সৌরভ আনন্দবাজারকে জানান,’এই সিরিয়ালের গল্পটি জমিদারবাড়ির প্রেক্ষাপটে। আমি নায়কের মেজ মামার ভূমিকায় রয়েছি। গল্প যেমনভাবে এগোবে, চরিত্রটিও নানাভাবে ধরা দেবে’।
আরও পড়ুন-আদৃতের সঙ্গে প্রেমচর্চা জারি! দিদি নম্বর ১-এ কৌশাম্বি বললেন, ‘আমার উচ্ছে খেতে ভালো লাগে’, ভিডিয়ো
‘একেন বাবু’ সিরিজে নেগেটিভ রোলে নজর কেড়েছেন সৌরভ, শোনা যাচ্ছে হইচই-এর আসন্ন ওয়েব সিরিজ ‘ইন্দু ৩’তেও ধসূর চরিত্রে থাকবেন ‘মিঠাই’ অভিনেতা। সবমিলিয়ে ছোটপর্দা আর ওয়েব প্ল্যাটফর্ম সমানতালে সামাল দিচ্ছেন সৌরভ চট্টোপাধ্যায়।
প্রসঙ্গত, সৌরভ ‘সন্ধ্যাতারা’র অংশ হওয়ায় এবার অনস্ক্রিন স্ত্রী কৌশাম্বির সঙ্গে মুখোমুখি লড়াইয়ে নামছেন তিনি। ১২ই জুন থেকে জি বাংলায় শুরু হচ্ছে ‘ফুলকি’। মিঠাই শেষে ফুলকি-তে নায়কের বিধবা বৌদির চরিত্রে অভিনয় করছেন কৌশাম্বি। ‘সন্ধ্যাতারা’র স্লটে (সন্ধ্যা ৭.৩০টা)-এ সম্প্রচারিত হবে এই মেগা। তাই টিআরপি-র লড়াইয়ে এবার মুখোমুখি রাজীব-নন্দা!
For all the latest entertainment News Click Here