TRP: মুকুটে কি আরও কমল অনুরাগের ছোঁয়ার টিআরপি, হেরেই গেল জগদ্ধাত্রীর কাছে?
অনুরাগের ছোঁয়াকে টক্কর দিতে জি বাংলা তোমার খোলা হাওয়াকে দুপুরের স্লটে পাঠিয়ে নিয়ে এসেছিল মুকুট। তবে তাতেও খুব একটা রক্ষা হল না। মুকুটের প্রথম সপ্তাহের টিআরপি মাত্র ৩.৬। টপার থাকল অনুরাগের ছোঁয়া। যদিও টিআরপি নয়ের ঘর থেকে নেমে আটের ঘরে। নম্বর মাত্র ৮.১। দ্বিতীয় স্থানে থাকা জগদ্ধাত্রীর সঙ্গে নম্বরের পার্থক্য কমে মাত্র .১-এর।
তিনে নিজের জায়গা ধরে রেখেছে গৌরী এলো। ঈশান মারা যাওয়ার পর ধারাবাহিকে যে টুইস্ট এসেছে তার জেরে খানিক বেড়েওছে নম্বর। চারে রয়েছে রুবেল-পল্লবীর নিম ফুলের মধু। শুরু থেকেই টিআরপিতে পুরনোদের কড়া টক্কর দিচ্ছে এই মেগা। পাঁচে পঞ্চমী।
স্লট না জিতলেও ৬ নম্বরে যৌথভাবে রয়েছে রাঙা বউ আর বাংলা মিডিয়াম। ডোডোদার জনপ্রিয়তা শাপে বর হয়েছে মেয়েবেলার জন্যও। রূপা গঙ্গোপাধ্যায়ের কামব্যাক মেগা চলতি সপ্তাহে রয়েছে সাত নম্বরে। আরও পড়ুন: একদিকে শোভনের সাথে বিচ্ছেদের খবর! গালের ব্রণ শেয়ার করে কী বার্তা দিল স্বস্তিকা?
শেষ হতে চলা গাঁটছড়া এবারও নিজেকে টিকিয়ে রেখেছে ১০ নম্বরে। টিআরপি নম্বর ৫.৩। অবশ্য আইপিএলের কারণে সব মেগার টিআরপিই ভালো মাত্রায় কমেছে।
এক নজরে সেরা দশের তালিকা-
প্রথম- অনুরাগের ছোঁয়া (৮.১)
দ্বিতীয়- জগদ্ধাত্রী (৮.০)
তৃতীয়- গৌরী এলো (৭.২)
চতুর্থ- নিম ফুলের মধু (৭.১)
পঞ্চম- পঞ্চমী (৬.৫)
ষষ্ঠ- রাঙা বউ/ বাংলা মিডিয়াম (৬.৩)
সপ্তম- মেয়েবেলা (৬.১)
অষ্টম- খেলনা বাড়ি (৬.০)
নবম- হরগৌরী পাইস হোটেল/ এক্কা দোক্কা (৫.৫)
দশম- গাঁটছড়া (৫.৩)
তবে মিঠাই ভক্তদের জন্য এবারের টিআরপি তালিকা একটু হলেও মন খারাপের। বালিঝড়ের (২.৯) বিপরীতে মিঠাই (৪.৯) স্লট ধরে রাখলেও ফের ছিটকে গিয়েছে টিআরপির সেরা দশ থেকে। এমনিতেই খবর ফুলকি-র কারণে শেষ হবে মিঠাই। তবে ফুলকি-র নায়ক বাছাই নিয়ে চলছে টানবাহানা। তাই টলিপাড়ার অন্দরের খবর আরও মাসখানেক চলবে সৌমিতঋষা আর আদৃতের এই মেগা। এদিকে বালিঝড়ের স্লটে হয়ে গিয়েছে ‘রামপ্রসাদ’- এর ঘোষণা। এখন দেখার এত জলদি কি বন্ধ করে দেওয়া হবে এই ধারাবাহিক। নাকি পাঠিয়ে দেওয়া হবে দুপুরের স্লটে, তোমার খোলা হাওয়ার বিপরীতে!
(এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup)
For all the latest entertainment News Click Here