TRP: বেঙ্গল টপার ‘জগদ্ধাত্রী’, কপাল পুড়ল ‘গাঁটছড়া’-র! ছিটকে গেল ‘ধুলোকণা’
এবারের টিআরপি-তে সবচেয়ে বড় চমক নিসন্দেহে জগদ্ধাত্রী। বেঙ্গল টপার সে। দুই আর তিন নম্বরে নিজের জায়গা পাকা করেই রেখেছিল এই ধারাবাহিক। তবে এবার ৮.০ পেয়ে একেবারে হয়ে গেল বেঙ্গল টপার। আর ঠিক পিছনেই এক নম্বর কম পেয়ে অনুরাগের ছোঁয়া। সূর্য আর দীপার মধ্যে দূরত্ব যত বাড়ছে, ধারাবাহিকের টিআরপিও তত বাড়ছে। এবার তো আবার দেখা যাবে যমজ মেয়ের মা হবে দীপা, পরের সপ্তাহে যদি অনুরাগের ছোঁয়া টপে চলে যায় তাহলেও অবাক হবে না কেউ!
এদিকে টিআরপি কমেছে ধুলোকণার অনেকটাই। লালন আর ফুলঝুরির মধ্যে তিতিরকে দেখিয়ে যে সেনসেশন তৈরি করেছিল, বলা ভালো এখন আবার তা কমছে। দর্শকও সেই একই নাটক দেখে দেখে ক্লান্ত! অন্যদিকে, নিজের জায়গায় অবিচল ফড়িং-রানি। গত সপ্তাহের মতো এবারেও চার নম্বরে।
আট থেকে সোজা পাঁচে উঠে এসেছে সোনামণি আর সপ্তর্ষির এক্কা-দোক্কা। বাড়ির অমতেই রাধিকাকে বিয়ে করেছে পোখরাজ। তাঁদের রোম্যান্টিক অ্যাঙ্গেলও দেখানো হয়েছে ইতিমধ্যেই। পাঁচে এক্কা দোক্কার সঙ্গে রয়েছে ‘খেলনা বাড়ি’ও।
এবারও ৬ নম্বরে গাঁটছড়া। যা মনে হচ্ছে খুব জলদি হয়তো মিঠআই-এর মতো এই ধারাবাহিককেও সরিয়ে দেওয়া হবে প্রাইমটাইম থেকে। কারণ খড়ি আর ঋদ্ধিরা আর পেরে উঠবে বলে তো মনে হচ্ছে না।
এক নজরে দেখুন সেরা দশের তালিকা-
প্রথম- জগদ্ধাত্রী (৮.০)
দ্বিতীয়- অনুরাগের ছোঁয়া (৭.৯)
তৃতীয়- ধুলোকণা (৭.৩)
চতুর্থ- আলতা ফড়িং (৭.১)
পঞ্চম- এক্কা দোক্কা (৬.৭)/ খেলনা বাড়ি (৬.৭)
ষষ্ঠ- গাঁটছড়া (৬.৬)/মাধবীলতা (৬.৬)
সপ্তম- নবাব নন্দিনী (৬.৪)/ গৌরী এলো (৬.৪)/মিঠাই (৬.৪)
অষ্টম- সাহেবের চিঠি (৬.১)
নবম- হর গৌরি পাইস হোটেল (৫.৪)
দশম- পিলু (৪.৯)
চলতি সপ্তাহের টিআরপি তালিকার আরও একটা বিশেষ ব্যাপার হল এইবার অনেকেই র্যাঙ্ক পেয়েছে জয়েন্টে। ফলে গত সপ্তাহে শেষ হওয়া পিলু-ও ধরে রেখেছে দশম স্থান ৪.৯ নম্বর পেয়ে।
For all the latest entertainment News Click Here