TRP: নাগিনের কামাল, শুরুতেই দারুণ ফল পঞ্চমীর! জগদ্ধাত্রীকে হারিয়ে টপার হল নাকি?
হিন্দিতে রমরমিয়ে চলেছে নাগিন। একাধিক সিজন এসেছে, আর সবকটাই হিট। বাংলাতেও বেশ ভালো চলবে সেই আশা ছিলই। তবে শুরুতেই যে টিআরপি তালিকায় উঠে আসবে, তাও আবার দু নম্বরে একথা অনেকেই ভাবেনি। তিয়াসা রায় আর রাজদীপ গুপ্তর এই ধারাবাহিক নম্বর পেয়েছে ৮.৪। বরাবরের মতো এবারেও টপার সেই জগদ্ধাত্রী (৮.৬)। স্বয়ম্ভুর পরিচয় খোঁজার যে টানটান জার্নি দেখছে দর্শক, তাতে আরও বেশ কয়েক সপ্তাহ এক নম্বরেই থাকবে এটি।
অনুরাগের ছোঁয়া-র গাড়িও কিন্তু ধরাছোঁয়ার বাইরে। সম্প্রতি একটা লম্বা লিপ নিয়েছে এই মেগা। খুব সম্ভবত এবারই হবে পরদা ফাঁস। সকলেই জানতে পারবে মিসকা কীভাবে ভুল বোঝাবুঝির বীজ বুনে দিয়েছে সূর্য আর দীপার মধ্যে। ভালো ফল করছে নতুন শুরু হওয়া ধারাবাহিক, পল্লবী-রুবেলের নিম ফুলের মধু-ও। শুরুর সপ্তাহ থেকেই টিআরপি চার্টে প্রবেশ করে নিয়েছে। যদিও এবারে নীল-তিয়াসার বাংলা মিডিয়ামের সঙ্গে লড়াইটা শুরু। সেটার ফল কী হয় তা পরের সপ্তাহেই বোঝা যাবে।
শেষ সপ্তাহেও টিআরপি তালিকায় ভালোই ফল করল ধুলোকণা। লালন-ফুলঝুরির জার্নিটা যেন হঠাৎ করেই থামিয়ে দিল চ্যানেল। যা অনেককেই কষ্ট দিয়েছে।
এক নজরে দেখুন সেরা দশের তালিকা-
প্রথম- জগদ্ধাত্রী (৮.৬)
দ্বিতীয়- পঞ্চমী (৮.৪)
তৃতীয়- অনুরাগের ছোঁয়া (৮.০)
চতুর্থ- গৌরী এলো (৭.৮)
পঞ্চম- খেলনা বাড়ি/ নিম ফুলের মধু (৭.৭)
ষষ্ঠ- গাঁটছড়া (৭.১)/ ধুলোকণা (৭.১)
সপ্তম- আলতা ফড়িং (৭.০)
অষ্ঠম- এক্কা দোক্কা (৬.৫)
নবম- মিঠাই (৬.৪)
দশম- সাহেবের চিঠি (৬.৩)
আপাতত শেষ হতে চলেছে বোধিসত্ত্বের বোধবুদ্ধি, যার টিআরপি ৩.০ চলতি সপ্তাহে। উড়ন তুবড়ির শেষ সম্প্রচার ১ জানুয়ারি, বর্তমানে টিআরপি ২.৬। নতুন মেগা রাঙা বউ আসায় প্রাইম টাইমে স্লট হারিয়েছে অপরাজিতার লক্ষ্মী কাকিমা সুপারস্টার, যার চলচতি সপ্তাহে টিআরপি ছিল ৬.২।
For all the latest entertainment News Click Here