TRP: ধুলোকণা না জগদ্ধাত্রী, টপার কে? ৩-এ অনুরাগের ছোঁয়া, গাঁটছড়া আছে সেরা দশে?
মিঠাই ভক্তদের অনেক আশা ছিল শাক্য মনে হয় হাল ফেরাবে ধারাবাহিকের। তবে তা হল না। বরং ধারাবাহিক সোজা নেমে এল ১০ নম্বরে। আর এরকম চলতে থাকলে বিকেল ৬টায় যাওয়ার পর আর টিআরপি তালিকায় জায়গা হবে না হয়তো সৌমিতৃষা আর আদৃতের। আসলে এদিক থেকে দেখতে গেলে জি বাংলারই হাল খারাপ। সেরা ১০-এ মাত্র তিনটে ধারাবাহিক। মিঠাই ছাড়া জগদ্ধাত্রী আর গৌরী এলো।
জগদ্ধাত্রী কিন্তু স্লট লিডার। কিছুতেই পেরে উঠছে না গাঁটছড়া। আর যা থেকে ধারণা করা হচ্ছে খুব শীঘ্রই এই মেগাকেও প্রাইমটাইম থেকে সরতে হবে মিঠাই-এর মতোই। নাহলে, স্টারের পিছিয়ে পড়ার একটা সম্ভাবনা তৈরি হবে। কোনওরকম টুইস্টই আর খড়ি-ঋদ্ধির দিকে দর্শককে টানতে পারছে না। এমনকী, ফেল করে গেল মিস্টার ডি-ও।
গাঁটছড়া এবারেও টপে। লালন যেভাবে ফুলঝুরি আর তিতিরের মাঝে দুলছে তা নিয়ে কম ট্রোলিং হচ্ছে না অনলাইনে। কিন্তু টিআরপি তে সেই সেরা। বোঝা যাচ্ছে, নেটিজেনরা যতই হাসাহাসি করুক, মা-কাকিমাদের খুব খারাপ লাগছে না ব্যাপরাটা। এই একইকথা প্রযোজ্য অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের ক্ষেত্রেও। বউকে যবে থেকে সন্দেহ করতে শুরু করেছে সূর্য তবে থেকে টিআরপি হাই। আর বাড়়ি থেকে বের করে দেওয়ার পর থেকে তো একেবারে টপ ৩-এ।
এক নজরে দেখুন সেরা দশের তালিকা-
প্রথম- ধুলোকণা (৭.৮)
দ্বিতীয়- জগদ্ধাত্রী (৭.৭)
তৃতীয়- অনুরাগের ছোঁয়া (৭.৬)
চতুর্থ- আলতা ফড়িং (৭.১)
পঞ্চম- গৌরী এলো (৬.৯)
ষষ্ঠ- গাঁটছড়া (৬.৭)
সপ্তম- সাহেবের চিঠি (৬.৬)
অষ্টম- মাধবীলতা (৬.৪)/ এক্কা দোক্কা (৬.৪)
নবম- নবাব নন্দিনী (৬.৩)
দশম- মিঠাই (৬.২)
এদিকে লক্ষ্মীকাকিমা এই সপ্তাহে আর জায়গা করতে পারল না সেরা দশে। সেই জায়গায় নবাব নন্দিনী কিন্তু ধীরে ধীরে নম্বর বাড়াচ্ছে। ১৪ তারিখের পর থেকে মিঠাই-এর মুখোমুখি হবে এটি। তখন দেখতে হবে কে কাকে টেক্কা দেয়। কার টিআরপি বাড়ে, আর কারটা কমে।
For all the latest entertainment News Click Here