TRP তালিকা: বিয়েতেই বাজিমাত! প্রথমবার চ্যানেল সেরা ‘মন ফাগুন’, শীর্ষে সেই মিঠাই
দুর্দান্ত খবর ‘মন ফাগুন’ ভক্তদের জন্য। পুজোর আনন্দ ডবল হয়ে গেল ঋষিরাজ-পিহু ভক্তদের জন্য। শন-সৃজলা জুটির এই ধারাবাহিক প্রথমবার চ্যানেল সেরার খেতাব জিতল। চলতি সপ্তাহে টিআরপি তালিকায় স্টার জলসার তরফে সবচেয়ে বেশি রেটিং পেল ‘মন ফাগুন’। সার্বিক তালিকাতেও প্রথম পাঁচে ঢুকে পড়েছে এই সিরিয়াল। তবে ‘মিঠাই’ এক নম্বর স্থান ধরে রেখেছে অচিরেই। পুজোর আবহেও ১০.৬ রেটিং পয়েন্ট নিয়ে প্রথম মিঠাইরানি। দু-নম্বরে ‘যমুনা ঢাকি’, ট্রোলিং সঙ্গে থাকলেও জি বাংলার অন্যতম জনপ্রিয় সিরিয়াল এটি। শুরুর পর থেকেই টিআরপি তালিকায় নিয়মিত ভালো ফল করছে ‘উমা’। অপরাজিতা অপু-কে পিছনে ফেলে তিন নম্বরে থাকল এই সিরিয়াল।
পুজোর আবহে কম-বেশি টিআরপি রেটিংয়ে ভাটা সব সিরিয়ালেরই। সর্বজয়া সোজা অষ্টম স্থানে নেমে গিয়েছে চলতি সপ্তাহে। যা যথেষ্ট চিন্তার কারণ নির্মাতাদের কাছে। সৌগুন ম্যাজিও চলতি সপ্তাহে একদম ফিকে। কোনওরকম প্রথম দশে জায়গা ধরে রাখল এই সিরিয়াল। ৬.৮ পয়েন্ট নিয়ে নবমস্থানে রয়েছে খড়কুটো।
এক নজরে দেখে নিন সেরা দশের তালিকা-
মিঠাই- ১০.৬ (প্রথম)
যমুনা ঢাকি- ৮.০০ (দ্বিতীয়)
উমা- ৭.৭ (তৃতীয়)
অপরাজিতা অপু- ৭.৩ (চতুর্থ)
মন ফাগুন- ৭.১ (পঞ্চম)
করুণাময়ী রাণী রাসমণি- ৭.০ (ষষ্ঠ)
ধূলোকণা- ৬.৮ (সপ্তম)
সর্বজয়া- ৬.৭ (অষ্টম)
খড়কুটো- ৬.৪ (নবম)
গঙ্গারাম- – ৬.০ (দশম)
আমাদের এই পথ যদি না শেষ হয়- ৬.০ (দশম)
প্রথম সপ্তাহে ছক্কা হাঁকিয়েছিল দাদাগিরি। তবে দ্বিতীয় সপ্তাহে বেশ খানিকটা কমল সৌরভ গঙ্গোপাধ্যায় সঞ্চালিত এই শো-এর রেটিং। ৮.১ থেকে সোজা ৬.৯-এ নেমে গিয়েছে দাদাগিরির রেটিং।
For all the latest entertainment News Click Here