TRP তালিকা: অপু, উমাদের হারিয়ে দিল খুকুমণি! এক নাগাড়ে ৩৫ সপ্তাহ সেরা ‘মিঠাই’
বছরের শেষ মাসে সুখবর স্টার জলসার ভক্তদের জন্য। টিআরপি-র লড়াই পিছিয়ে পড়া জলসার হাল ধরল খুকুমণি। চ্যানেলের সবচেয়ে নতুন সিরিয়াল শুরু থেকেই টিআরপি তালিকায় নিজের আধিপত্য কায়েম করেছে, ৪৭তম সপ্তাহের রিপোর্ট কার্ড হাতে আসতেই দেখা গেল খুকুমণি হোম ডেলিভারি একলাফে তিন ধাপ উপরে উঠে এসেছে। পঞ্চম থেকে এ সপ্তাহে সোজা দু-নম্বরে দীপান্বিতা রক্ষিত ও রাহুল মজুমদার অভিনীত এই সিরিয়াল। প্রাপ্ত রেটিং পয়েন্ট ৮.৯। অন্যদিকে মিঠাই ফের একবার শীর্ষস্থান দখল করল। এই নিয়ে একটানা ৩৫ সপ্তাহ টিআরপি তালিকায় প্রথম মোদক পরিবার।
নভেম্বরের শেষ সপ্তাহের পারফরম্যান্সের বিচারে যুগ্মভাবে তৃতীয় অপরাজিতা অপু এবং উমা, দুজনের ঝুলিতেই ৮.৬ পয়েন্ট। চার নম্বরে যৌথভাবে রয়েছে যমুনা ঢাকি ও সর্বজয়া (৮.৫)। পঞ্চম স্থানে রয়েছে ‘ধুলোকণা’।
এই সপ্তাহে শ্রীময়ীর রেটিং বেশ খানিকটা বেড়েছে। রোহিত সেনের গায়েব হওয়া, শ্রীময়ীর ভোলবদল- এই সবের জেরে দর্শকদের অ্যাটেনশন ধরে রেখেছেন শ্রীময়ী। তবে সেরা দশের তালিকায় সবচেয়ে বড় চমক ‘খেলাঘর’। শান্টু-পূর্ণার এই কাহিনি একলাফে ষষ্ঠস্থানে উঠে এসেছে। ঝুলিতে রয়েছে ৭.৩ পয়েন্ট। অন্যদিকে দশম স্থানে একই সঙ্গে জায়গা করে নিয়েছে চারটি সিরিয়াল।
এক নজরে দেখে নিন সেরা দশের তালিকা-
মিঠাই- ১১.১ (প্রথম)
খুকুমণি হোম ডেলিভারি- ৮.৯ (দ্বিতীয়)
অপরাজিতা অপু- ৮.৬ (তৃতীয়)
উমা- ৮.৬ (তৃতীয়)
যমুনা ঢাকি-৮.৫ (চতুর্থ)
সর্বজয়া-৮.৫ (চতুর্থ)
ধুলোকণা- ৭.৪ (পঞ্চম)
খেলাঘর- ৭.৩ (ষষ্ঠ)
শ্রীময়ী- ৭.১ (সপ্তম)
মন ফাগুন- ৭.০ (অষ্টম)
খড়কুটো- ৬.৯ (নবম)
করুণাময়ী রাণী রাসমণি- ৬.৭ (দশম)
এই পথ যদি না শেষ হয়- ৬.৭ (দশম)
গঙ্গারাম- ৬.৭ (দশম)
বরণ- ৬.৭ (দশম)
নন-ফিকশনে এগিয়ে জি বাংলা। দাদাগিরি চলতি সপ্তাহে ছক্কা হাঁকিয়েছে ৬.৫ টিআরপি রেটিং-এর সঙ্গে, চ্যানেলের ডান্স রিয়ালিটি শো ‘ডান্স বাংলা ডান্স’ও ৫.৪ নম্বর পেয়ে রাজত্ব কায়েম রেখেছে, সে জায়গায় অনেকটা পিছিয়ে স্টারের রিয়ালিটি শো, ‘সুপার সিঙ্গার ৩’। ৩.৯ নম্বর নিয়েই সন্তুষ্ট থাকতে হচ্ছে তাঁদের।
For all the latest entertainment News Click Here