TRP তালিকায় ফুলকিকে মাত জগদ্ধাত্রীর! তবে অঙ্কিতা বলছেন, ‘লড়াইটা নিজের সঙ্গে’
এই মুহূর্তে বাংলা টেলিভিশনে ফ্যামিলি ড্রামা আর অ্যাকশন জমজমাট মিশেল উঠে আসছে ‘জগদ্ধাত্রী’ সিরিয়ালে। শুরু থেকেই টিআরপি তালিকায় সেরা তিনে জায়গা ধরে রেখেছে এই মেগা। একটা সময় বেঙ্গল টপারও হয়েছে। প্রতিদিনই নতুন চমক অঙ্কিতা-সৌম্যদীপ অভিনীত এই মেগায়। সদ্যই স্বয়ম্ভুর খুনের ঘটনাকে ঘিরে টানটান পর্ব সম্প্রচারিত হয়েছে। যদিও খুনিদের ফাঁদে ফেলতে মরে যাওয়ার নাটক করছিল নায়ক, দোষী বাগচীকে ইতিমধ্যেই ধরে ফেলেছে জগদ্ধাত্রী। এমন রোমহর্ষক পর্বের জেরেই চলতি সপ্তাহে টিআরপি তালিকায় দু-নম্বর জায়গা ধরে রেখেছে এই মেগা।
বেঙ্গল টপার হতে না পারলেও ফুলকিতে মাত দিয়ে চ্যানেল টপারের খেতাব ঝুলিতে পুরেছেন জগদ্ধাত্রী-স্বয়ম্ভূরা। ঝুলিতে ৭.৮ নম্বর। দ্বিতীয় হয়ে খুশি অঙ্কিতা। তবে আত্মতুষ্টিতে ভুগছেন না নায়িকা। জানালেন, ‘টিআরপি-র জন্য জগদ্ধাত্রীর গোটা টিম দর্শকদের কাছে কৃতজ্ঞ। এক বছর ধরে আমরা এই জায়গা ধরে রাখতে পেরেছি, সেটা সবটাই সম্ভব হয়েছে দর্শকদের ভালোবাসায়। আমরা জানি আগামিদিনেও তাঁরা আমাদের এইভাবেই ভালোবাসবেন, সেই আত্মবিশ্বাস রয়েছে। জগদ্ধাত্রীর গল্প ভীষণ ভালো। আমাদের দাদা (স্নেহাসিস চক্রবর্তী, ব্লুজের কর্ণধার) প্রতি এপিসোডে আপনাদের জন্য চমক রাখছেন। সেটা মিস করা যাবে না। এটাই বলব আমাদের এইভাবেই ভালোবাসা দেবেন। আমরাও চেষ্টা করছি আপনাদের নতুন চমক দেওয়ার’।
জি বাংলার সবচেয়ে নতুন মেগা ‘কার কাছে কই মনের কথা’ টিআরপি-র সেরা দশে স্থান না পেলেও ‘ফুলকি’ কিন্তু শুরু থেকেই জ্বলে উঠছে। শুরুর পর প্রথম দু-সপ্তাহ তো চ্যানেল টপার ছিল এই মেগা। ফুলকির সঙ্গে এখন জোর টক্কর জ্যাসের। টিআরপির এই লড়াইকে কীভাবে দেখছেন অঙ্কিতা?
পর্দার জ্যাস স্য়ানালের মতোই অনায়স জবাব অঙ্কিতার। অভিনেত্রী জানালেন, ‘প্রত্যেক ধারাবাহিক কখনও এক নম্বরে থাকবে, কখনও দু-নম্বরে থাকবে। নির্দিষ্টভাবে কোনও একটা মেগা অন্য কারুর কম্পিটিশন হয় না। কখনও একটা সিরিয়াল এগিয়ে থাকবে, কখনও অন্যটা। উপর-নীচে (রেটিং) যাওয়া-আসা চলবে। আমার মনে হয় অন্য কোনও ধারাবাহিকের সঙ্গে প্রতিযোগিতায় নামার চেয়ে নিজের সঙ্গে প্রতিযোগিতায় নামাটা শ্রেয়। দীর্ঘ এক বছর ধরে একটা ভালো টিআরপি আমরা ধরে রেখেছি, সেটাই আমাদের বড় পাওনা। এখন তো মাত্র কয়েক মাসেই দর্শক সিরিয়ালের উপর থেকে আগ্রহ হারাচ্ছে, সে জায়গায় এত লম্বা সময় ধরে আমরা নিজেদের স্থান ধরে রাখতে পেরেছি, সেটাই আমার কাছে ভালো লাগার জায়গা’। জগদ্ধাত্রীর স্পষ্ট কথা, ‘ব্যক্তিগতভাবে আমি অন্যের সঙ্গে প্রতিযোগিতা করার ফর্মুলাতে বিশ্বাস করি না’।
জগদ্ধাত্রীর গল্পে উঠে আসছে একের পর টুইস্ট। নিজের পিঠ বাঁচাতে উৎসব ফাঁসিয়ে দিতে চাইছে মেহেন্দিকে। এই পরিস্থিতির সঙ্গে কেমনভাবে মোকাবিলা করবে জ্যাস, সেটাই এখন দেখবার।
For all the latest entertainment News Click Here