TRP: গাঁটছড়ার কারণে নম্বর কমল জগদ্ধাত্রীর, পিছিয়ে পড়ল পঞ্চমীও! টপার কে?
এসে গেল বছর শেষের টিআরপি। এমনিতেই শেষ দুই মাসে বেশ কিছু নতুন মেগার যাত্রা শুরু হয়েছে। তবে পুরনো তিন ধারাবাহিক জগদ্ধাত্রী, অনুরাগের ছোঁয়া আর গৌরী এলো ধরে রেখেছে টপ ৩ পজিশন। যদিও এবারে জগদ্ধাত্রীর টিআরপি অনেকটাই কমেছে। গত সপ্তাহে নম্বর ছিল ৯.২, আর সেখান থেকে সোজা ৮.৯ নম্বরে। উলটো দিকে জলসার গাঁটছড়ায় খড়ির ইশা হয়ে ফিরে আসা দর্শক টেনেছে নতুন করে। টিআরপি বেড়ে হয়েছে ৬.৬ থেকে ৭.২।
পল্লবী ম্যাজিকও বেশ ভালোই কাজ করছে। উল্টোদিকে থাকা বাংলা মিডিয়ামও দিচ্ছে কড়া টক্কর। রাত ৮টার স্লট একেবারে জমজমাট। অন্য দিকে, পঞ্চমীর কাছে স্লট হারা রাঙা বউ। নতুন শুরু হওয়া ধারাবাহিকের মধ্যে হাল খারাপ স্বস্তিকা দত্তের তোমার খোলা হাওয়ায়। কিছুতেই পেরে উঠছে না অনুরাগের ছোঁয়ার সঙ্গে। প্রায় ১৫ দিনের বেশি সময় চলার পরেও টিআরপি ৪.৩।
স্লট পাওয়ার হিসেবে এগিয়ে জি বাংলা। বিকেল ৬টা থেকে রাত ৮টার স্লট ধরে রেখেছে নিজের কাছে মিঠাই, খেলনা বাড়ি, জগদ্ধাত্রী, গৌরী এলো, নিম ফুলের মধু দিয়ে। আবার রাত ৯টায় সোহাগ জল হারাচ্ছে এক্কা দোক্কাকে। জলসার ফল ভালো করা ধারাবাহিকের তালিকায় রয়েছে কেবলমাত্র পঞ্চমী আর অনুরাগের ছোঁয়া।
এক নজরে দেখুন সেরা দশের তালিকা-
প্রথম- জগদ্ধাত্রী (৮.৯)
দ্বিতীয়- অনুরাগের ছোঁয়া (৮.৪)
তৃতীয়- গৌরী এলো (৮.১)
চতুর্থ- খেলনা বাড়ি (৮.০)
পঞ্চম- নিম ফুলের মধু (৭.৭)
ষষ্ঠ- বাংলা মিডিয়াম (৭.৫)
সপ্তম- পঞ্চমী (৭.৪)
অষ্টম- আলতা ফড়িং/গাঁটছড়া (৭.২)
নবম- রঙা বউ/মিঠাই (৬.৯)
দশম- সাহেবের চিঠি (৬.৪)
নতুন বছরে স্টার জলসায় শুরু হবে ‘বালিঝড়’, মুখ্য চরিত্রে তৃণা সাহা, কৌশিক রায় ও ইন্দ্রাশিস রায়। জি বাংলায় ঋত্বিক-অরুণিমার ‘মন দিতে চাই’ আসবে ২ জানুয়ারি থেকে রাত সাড়ে দশটায়।
For all the latest entertainment News Click Here