TRP: গাঁটছড়াকে হারিয়ে দিল জগদ্ধাত্রী, বেঙ্গল টপার গৌরী এলো, মিঠাই কত নম্বরে?
TRP Rating Of Bengal চলতি সপ্তাহে টিআরপি-তে বড় চমক নিসন্দেহে ‘আলতা ফড়িং’। গত সপ্তাহেও ছিল চার নম্বরে। আর এবার উঠে এল সোজা ১-এ। আর তারচেয়েও বড় খবর হল জগদ্ধাত্রী মাত দিয়ে দিল গাঁটছড়াকে। আশঙ্কা আগেই ছিল, এবার দেখা যাচ্ছে সেটাই সত্যি হল। স্লট হারাতেই হল গাঁটছড়াকে। খড়ি-ঋদ্ধির ভক্তদের কাছে নিসন্দেহে এটা বেশ খারাপ খবর। যা দেখা যাচ্ছে খুব জলদি বেঙ্গল টপার হয়েও সবাইকে মাত দিয়ে দেবে এই ধারাবাহিক। শুরুর ১ মাসের মধ্যে এত ভালো ফল সেদিকেই নির্দেশ করছে।
নম্বর কমেছে ধুলোকণারও। এখন সে ৪ নম্বরে। ফুলঝুরি জেনে গিয়েছে হারিয়ে যাওয়া লালন বেঁচে আছে। এদিকে লালনেরও সব অল্প অল্প করে মনে পড়ছে। আর এই নিয়ে একটা হালকা উত্তেজনা দর্শক মনে তৈরি হলেও বোঝা যাচ্ছে দর্শক এই একই প্লট বেশিদিন খাবে না। ঠিক যেমনটা গাঁটছড়ার ক্ষেত্রেও হচ্ছে। গল্পে অভিনবত্বের অভাবই কমিয়ে দিচ্ছে টিআরপি।
তবে মিঠাই ভক্তরা হয়তো মনে মনে একটু হলেও খুশি হবেন, কারণ সেরা পাঁচে ফের জায়গা নিশ্চিত করে নিয়েছে আদৃত-সৌমিতৃষা। অনেকের মনেই ভয় হয়তো পুজোর পরই শেষ হবে এই ধারাবাহিক। যদিও সে সম্ভাবনা খুব কম। অন্তত এই বছর অবধি মিঠাইকে টেনে দেবে জি বাংলা।
এক নজরে দেখে নিন সেরা দশের তালিকা-
প্রথম- গৌরী এলো (৮.২)
দ্বিতীয়- জগদ্ধাত্রী (৭.৩)
তৃতীয়- গাঁটছড়া (৭.২)
চতুর্থ- ধুলোকণা (৭.১)
পঞ্চম- মিঠাই (৬.৭)
ষষ্ঠ- লক্ষ্মী কাকিমা সুপারস্টার (৬.৪), আলতা ফড়িং (৬.৪)
সপ্তম- সাহেবের চিঠি (৬.২)
অষ্টম- অনুরাগের ছোঁয়া (৬.১), মাধবীলতা (৬.১)
নবম- খেলনা বাড়ি (৬.০)
দশম- নবান নন্দিনী (৫.৪)
এই মুহূর্তে জি বাংলার সবচেয়ে পিছিয়ে পড়া ধারাবাহিক দুটি হল বোধিসত্বের বোধবুদ্ধি আর উড়ন তুবড়ি। দুজনের রেটিংই ৩.৭। আর স্টার জলসায় গৌধূলি আলাপ। রেটিং ৩.১। জি বাংলার নতুন ঘোষিত ধারাবাহিক ‘নিম ফুলের মধু’ কার জায়গা নেয় এখন সেটাই দেখার।
For all the latest entertainment News Click Here