TRP: এগিয়ে নিম ফুলের মধু, সেরা অনুরাগের ছোঁয়া! পঞ্চমী-বাংলা মিডিয়াম, কে কার আগে?
এসে গেল গোটা সপ্তাহের ফলাফল। টিআরপি-র হাড্ডাহাড্ডি লড়াইতে কোন ধারাবাহিক কাকে টেক্কা দিয়ে গেল এখন সেটাই এক নজরে দেখে নেওয়ার পালা। চলতি সপ্তাহেও প্রথম স্থানে নিজের জায়গা পাকাপাকিভাবে ধরে রাখতে সক্ষম হল ‘অনুরাগের ছোঁয়া’। দ্বিতীয় স্থানে থাকা ‘জগদ্ধাত্রী’র সঙ্গে নম্বরের ফারাকও অনেকটাই। প্লট টানটান রাখতে পারলে হয়তো আরও কয়েক সপ্তাহ বেঙ্গল টপার হিসেবেই থেকে যাবে দীপা আর সূর্য।
প্রথম তিনেই কিন্তু এন্ট্রি নিতে পারছে না নতুন শুরু হওয়া কোনও ধারাবাহিক। হেভি স্টারকাস্ট নিয়ে কাজ শুরু হলেও টিআরপি-তে সেভাবে ছাপ ফেলতে পারছে না। নতুনদের মধ্যে সবচেয়ে ভালো ফল পল্লবী শর্মার ‘নিম ফুলের মধু’র। রুবেলের সঙ্গে পল্লবীর জুটিতে শাশুড়ি-বৌমার লড়াই, যৌথ পরিবারের মানঅভিমান ভালোই দর্শক টানছে। আগের সপ্তাহ থেকে নম্বর বাড়িয়ে এই ধারাবাহিক উঠে এসেছে চারে। পাঁচে ‘পঞ্চমী’ আর ‘বাংলা মিডিয়াম’। তারপরেই শ্রুতি দাসের ‘রাঙা বউ’। মানে রাত আটটা আর সাড়ে আটটার স্লট একেবারে জবরদস্ত হিট। আরও পড়ুন: দেখতে দেখতে বিয়ের এক বছর! বর সুদীপের থেকে বিশেষ কী উপহার পেলেন অনিন্দিতা?
এদিকে একসময়ে টিআরপিতে একে-অপরকে কড়া টক্কর দেওয়া ‘মিঠাই’ আর ‘গাঁটছড়া’র হাল খুব একটা ভালো নয়। জগদ্ধাত্রীর সঙ্গে লড়াই চালিয়ে যদিও ‘গাঁটছড়া’ এখনও ধরে রেখেছে আট নম্বর। খড়ি আর ইশা-র মধ্যে যে টানটান উত্তেজনা তৈরি হয়েছে তা দর্শকও বেশ উপভোগ করছে। তবে ফের ঝুলে গিয়েছে ‘মিঠাই’-এর গল্প। মাঝে টিআরপি বাড়িয়ে নিলেও নম্বর কমতে কমতে চলে গিয়েছে সেই দশে। এভাবে মিঠি-র ট্র্যাক টেনে, মিঠাই হারিয়ে যাওয়ার রহস্যের সমাধান না করলে হয়তো পরের সপ্তাহে ছিটকেই যাবে সেরা দশ থেকে।
এক নজরে সেরা দশের তালিকা-
প্রথম- অনুরাগের ছোঁয়া (৯.১)
দ্বিতীয়- জগদ্ধাত্রী (৮.৪)
তৃতীয়- গৌরী এলো (৭.৮)
চতুর্থ- নিম ফুলের মধু (৭.৬)
পঞ্চম- পঞ্চমী / বাংলা মিডিয়াম (৭.২)
ষষ্ঠ- রাঙা বউ/ খেলনা বাড়ি (৬.৯)
সপ্তম- এক্কা দোক্কা (৬.৮)
অষ্টম- গাঁটছড়া (৬.৬)
নবম- হরগৌরী পাইস হোটেল/ আলতা ফড়িং (৬.৩)
দশম- মিঠাই (৫.৯)
চলতি সপ্তাহে শেষ সম্প্রচার হল ‘সাহেবের চিঠি’ ধারাবাহিকের। নম্বর ৫.৮। একটুর জন্য সেরা দশে জায়গা হয়নি। তবে স্লটও পায়নি ‘খেলনা বাড়ি’র সঙ্গে লড়াই করে। নতুনদের মধ্যে টিআরপি বাড়াতে পারছে না কিছুতেই স্বস্তিকা দত্তের ‘তোমার খোলা হাওয়া’ আর অরুণিমা-ঋত্বিকের ‘মন দিতে চাই’। এরকম চলতে থাকলে হয়তো খুব জলদিই বন্ধ হয়ে যাবে।
For all the latest entertainment News Click Here