Transfer News: ফারুখ-ইশান সহ আরও দুই ফুটবলারকে ছেড়ে দিল জামশেদপুর এফসি
গত মরশুমে মোটেই ভালো পারফরম্যান্স করেনি জামশেদপুর এফসি। পয়েন্ট টেবিলের দশম স্থানে থেকে মরশুম শেষ করে তারা। ফলে একেবারেই ভালো যায়নি গত মরশুম। গতবারের ব্যর্থতা কাটিয়ে এবার ফের ঘুরে দাঁড়াতে মরিয়া তারা। নতুন মরশুম শুরু হওয়ার আগে নিজেদের গুছিয়ে নিতে চাইছে জামশেদপুর এফসি। আর সেই জন্য চার ফুটবলারকে ছেড়ে দিল তারা।
ফরোয়ার্ড ফারুখ চৌধুরি, ডিনলিয়ানা, বরিস সিং এবং ইশানকে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিল জামশেদপুর এফসি। এই চার ফুটবলারের ছেড়ে দেওয়ার কথা টুইটারের মাধ্যমে জানিয়েছে জামশেদপুর। গত মরশুমে দল যেমন একেবারেই ভালো পারফরম্যান্স করতে পারেননি, তেমনই অনেক ফুটবলারই ব্যর্থ হন। স্বাভাবিক ভাবেই একাধিক প্রশ্নের মুখে পড়ে যায় জামশেদপুর। এবারেও যাতে একই রকম পরিস্থিতির মধ্যে পড়তে না হয়, সেই দিকেই নজর রাখছেন তারা।
শুধু জামশেদপুর এফসি নয়, আগামী মরশুমের জন্য দল গোছাতে নেমে পড়েছে আইএসএলের ক্লাবগুলিও। ইতিমধ্যেই মোহনবাগান এবং ইস্টবেঙ্গল তারকা ফুটবলার তুলে নিয়ে চমক দিয়েছে। সেই মতো একাধিক দলও তারকা ফুটবলার তুলে নিতে ব্যাস্ত। যদিও এখনও মরশুম শুরু হতে অনেকটাই দেরি রয়েছে। তাই এখন থেকেই তারকা ফুটবলার তুলে নিতে চাইছে। কারণ যত দেরি হবে অন্য দলগুলিও ফুটবলার তুলে নেবে। ফলে এই মুহূর্তে গোটা ভারতীয় ফুটবলে চলছে দল বদলের পালা।
তবে গতবারের পারফরম্যান্সে হতাশ হয়েছে জামশেদপুরের সমর্থকরা। পয়েন্ট টেবিলের শেষের দিকে থেকে মরশুম শেষ করেছে তারা। ২০ ম্যাচের মধ্যে মাত্র ৫ ম্যাচে জয়ের মুখ দেখেছে তারা। একেবারেই ভালো পারফরম্যান্স করেতে পারেনি আইএসএলের এই দলটি। এবার আর তেমনটা একেবারেই করতে চান না জামশেদপুরের কর্তারা। স্বাভবাবিক ভাবেই দল গঠনে নেমে পড়েছে। নতুন মরশুমে তাদের টার্গেট হবে সব ব্যর্থতা ভুলে ঘুরে দাঁড়ানো। এখন এটাই দেখার বিষয় আগামী মরশুমে আদৌ সাফল্যের মুখ দেখতে পারে কিনা জামশেদপুর এফসি।
পাশাপাশি এও জানা গিয়েছে সমস্যা মেটাতে ক্লাবটি ব্রাজিলিয়ন সেন্ট্রাল মিডফিল্ডার এলসিনহোকে বেছে নিয়েছেন। তাঁর সঙ্গে কথাবার্তাও অনেকটা এগিয়ে গিয়েছে। এখন শুধু সই করার অপেক্ষা। যদিও এলসিনহোর ভারতের মাটিতে খেলার অভিজ্ঞতা নেই। এমনকী তিনি যে কেরিয়ারে খুব সাফল্য পেয়েছেন, তাও বলা যাবে না। এখন এটাই দেখার এই ফুটবলারকে তুলে নিয়ে সাফল্যের মুখ দেখতে পায় কিনা দল।
For all the latest Sports News Click Here