TNPL 2023: সাই সুদর্শনের ব্যাটে টুর্নামেন্টে প্রথম হারের মুখ দেখল সুপার গিলিস
সোমবার, ১৯ জুন ২০২৩-এ তামিলনাড়ু প্রিমিয়ার লিগ ২০২৩- এ নিজের টানা তৃতীয় হাফ সেঞ্চুরি করলেন সাই সুদর্শন। তিনি ৪২ বলে অপরাজিত ৬৪ রানের ইনিংস খেলেন। তাঁর ইনিংসের সুবাদে চিপক সুপার গিলিসকে ৮ উইকেটে পরাজিত করছে লাইকা কোভাই কিংস। কোভাই কিংস টুর্নামেন্টে দ্বিতীয় ম্যাচ জিতেছে। এদিকে, সুপার গিলিসরা টুর্নামেন্টে তাদের প্রথম ম্যাচ হারল।
ম্য়াচের কথা বললে এদিন লাইকা কোভাই কিংস টস জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নেয়। ফলে প্রথমে ব্যাট করতে নামে চিপক সুপার গিলিস। তারা প্রথমে ব্যাট করতে শুরু করে, এবং লাইকা কোভাই কিংসের বোলিং সামলাতে পারেনি তারা। পরপর উইকেট হারাতে থাকে এন জগদীশনরা। হরিশকুমার ২০ বলে ৩২ রান ছাড়া বলার মতো তেমন কেউ রান করতে পারেননি। কলকাতা নাইট রাইডার্সের তারকা এন জগদীশন ৫ বলে চার রান করে আউট হন। প্রাদশ পল ১৩ বলে করেন ৬ রান।
সন্তোষ শিব ১২ বলে ১৪ রান করে সাজঘরে ফেরেন। অপরজিত ২৩ বলে ১২ রান করে রান আউট হন। সঞ্জয় যাদব মাত্র ২ রান করেন। সসিদেব ২০ বলে ৩২ রান করে ইনিংসকে সামাল দেন। তাঁর সঙ্গে ক্রিজে ছিলেন হরিশ কুমার। তিনি করেন ২০ বলে ৩২ রান। লোকেশ রাজ শূন্য রানে আউট হন। ভাল্লিয়াপ্পান যুধিশ্বরণ তিনটি উইকেট নেন। ম্যাচের একটা সময়ে ৪০ রানে চার উইকেট হারিয়ে ছিল চিপক সুপার গিলিস। সেখান থেকে রান এগিয়ে নিয়ে য়ান হরিশ কুমার ও সসিদেব।
অন্য দিকে রান তাড়া করতে নেমে ৩৯ রানে প্রথম উইকেট হারায় লাইকা কোভাই কিংস। সচিন ফিরতেই মাঠে নামেন সাই সুদর্শন। জে সুরেশ কুমারকে সঙ্গে নিয়ে দলের শতরানের স্কোর টপকান। ম্যাচকে জয়ের দোরগায় পৌঁছে দেন দুই তারকা। এরপরে ৩৪ বলে ৪৭ রান করে আউট হন সুরেশ কুমার। ততক্ষণে ম্যাচ পকেটে তুলে নিয়েছে লাইকা কোভাই কিংস। শেষে রাম অরবিন্দকে সঙ্গে নিয়ে জয় নিশ্চিত করে সাই সুদর্শন। তবে দলের হয়ে সর্বোচ্চ রান করলেও ভাল্লিয়াপ্পান যুধিশ্বরণ ম্যাচের সেরা নির্বাচিত হয়েছেন।
For all the latest Sports News Click Here