Thomas Cup: ‘গর্বিত, এই জয় সম্মানের’, থমাস কাপ জেতার পর বললেন লক্ষ্য সেনের মা
শুভব্রত মুখার্জি: থাইল্যান্ডের ব্যাঙ্ককে থমাস কাপে ইতিহাস রচনা করে প্রথম শিরোপা জিতে নিয়েছে ভারতীয় দল। লক্ষ্য সেন, কিদাম্বি শ্রীকান্ত, এইচ এস প্রণয়, সাত্যিকসাইরাজ রানকিরেড্ডি-চিরাগ শেট্টি ভারতের হয়ে ঐতিহাসিক জয় নিশ্চিত করে ভারতীয় দল। তাদের সাফল্য আরও বেশি নজর কেড়েছে যে লড়াইয়ের মধ্যে দিয়ে ফাইনালে পৌঁছেছে তারা। পাশাপাশি ফাইনালে যে অথরিটির সঙ্গে তারা ১৪ বারের চ্যাম্পিয়ন ইন্দোনেশিয়াকে হারিয়েছে তার জন্য কোনও প্রশংসাই যথেষ্ট নয়। এই প্রসঙ্গে বলতে গিয়েই লক্ষ্য সেনের মা নির্মলার প্রতিক্রিয়া খুব খুশি, গর্বিত, মহামূল্যবান এই জয় আমাদের জন্য।
সংবাদসংস্থা এএনআইকে দেওয়া এক সাক্ষাৎকারের সময় নির্মলা বলেন ‘এই জয়টা আমাদের কাছে মহামূল্যবান একটি জয়। আমরা গর্বিত অনুভব করছি। অত্যন্ত খুশি। আমরা গোটা ভারতীয় দলকে শুভেচ্ছা জানাচ্ছি। আমরা ম্যাচগুলো দেখেছি। আমরা ভিডিয়ো কনফারেন্সের মাধ্যমে লক্ষ্যর সঙ্গে এই জয়টা সেলিব্রেট করেছি, কেক কেটেছি।’
তিনি আরও যোগ করেন লক্ষ্যর ভাই চিরাগও খুব খুশি। থমাস কাপ জয় প্রসঙ্গে লক্ষ্যর ভাই চিরাগ জানিয়েছেন ‘আমরা খুব খুশি যে প্রথম ম্যাচটা জিতেছি। প্রথম ম্যাচে জয়টা খুব গুরুত্বপূর্ণ ছিল। আমরা আশা করেছিলাম ডাবলস ম্যাচটা ভাল হবে। সাত্যিক আর চিরাগ খুব ভাল খেলেছে। যেভাবে শ্রীকান্ত ওর ম্যাচট শেষ করেছে তা এককথায় অসাধারণ।’ লক্ষ্য নিজের প্রথম ম্যাচে পিছিয়ে থেকেও অনবদ্য কামব্যাক ঘটান। অ্যান্টনি গিনটিংকে ৮-২১, ২১-১৭, ২১-১৬ ফলে হারিয়ে ভারতকে লিড দেন লক্ষ্য। বাকি কাজটা শেষ করেন সাত্যিকসাইরাজ রানকিরেড্ডি-চিরাগ শেট্টি জুটি এবং কিদাম্বি শ্রীকান্ত।
For all the latest Sports News Click Here