The Matrix Resurrections: ‘বড় পুকুরের কুচো মাছ’, চরিত্র নিয়ে অকপট প্রিয়াঙ্কা
আগামী হলিউড ছবি দ্য ম্যাট্রিক্স রিসারেক্সন্স (The Matrix Resurrections) নিয়ে মুখ খুললেন অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। বড় একটা পুকুরের ছোট মাছ বলে নিজেকে পরিচয় দিলেন তিনি। ইনস্টাগ্রামে সিনেমার ট্রেলার রিলিজের তারিখ এবং টিজারের লিঙ্ক শেয়ার করেছেন অভিনেত্রী।
প্রিয়াঙ্কা চোপড়া পোস্টের ক্যাপশন দিয়েছিলেন, ‘হ্যাঁ! সেই ওষুধ খাওয়ার প্রায় সময় হয়ে গেছে.. বৃহস্পতিবার সকাল ৬টায় PT(সাড়ে ৬টা IST) মুক্তি পাবেে ছবির ট্রেলার। এগিয়ে যান এবং আমার বায়োতে লিঙ্কটি ক্লিক করুন দেখার জন্য। সিদ্ধান্ত আপনার!’
চরিত্রগুলির প্রথম লুকটি ইন্টারঅ্যাক্টিভ ওয়েবসাইট WhatIsTheMatrix.com এ প্রকাশ করা হয়েছিল। প্রতিবার যখন একজন ব্যবহারকারী ক্লিক করেন, তখন ফুটেজ কিছুটা বদলে যায়। ট্রেলার মুক্তির কথা রয়েছে ৯ সেপ্টেম্বর।
লানা ওয়াচোস্কি পরিচালিত দ্য ম্যাট্রিক্স ফ্র্যাঞ্চাইজির চতুর্থ ছবি আগামী ২২ সেপ্টেম্বর সিনেমা হলে এবং এইচবিও ম্যাক্সে মুক্তি পাবে। বোন লিলি ওয়াচোস্কির সঙ্গে প্রথম তিনটি ম্যাট্রিক্স সহ-নির্দেশ এবং সহ-রচনা করেছিলেন লানা ওয়াচোস্কি।
এই ছবিতে আরও অভিনয় করছেন কিয়ানু রিভস, ক্যারি-অ্যান মস, ইয়াহিয়া আব্দুল-মাটিন ২, জাদা পিংকেট স্মিথ, নিল প্যাট্রিক হ্যারিস, জোনাথন গ্রফ, জেসিকা হেনউইক, টেলমা হপকিন্স, এরেন্ডিরা ইবাররা, টবি ওনউমেয়ার, ম্যাক্স রিমেল্ট, ক্রিস্টিনা রিকি এবং ব্রায়ান জে স্মিথ।
এদিকে, সেলিন ডিওন এবং স্যাম হিউগানের পাশাপাশি প্রিয়াঙ্কাকে টেক্সট ফর ইউ তেও দেখা যাবে। তিনি লন্ডনে তার আসন্ন সিরিজ সিটাডেলের শ্যুটিং শেষ করেছেন।
For all the latest entertainment News Click Here