The Hundred: ১০০ বলের খেলায় ৪৯ বলে ১০০, ইতিহাসে নাম জড়াল বছর কুড়ির স্মিডের
১০০ বলের খেলায় ঝড়ের গতিতে ১০০ করলেন উইল স্মিড। মাত্র ৪৯ বলেই ব্যক্তিগত শতরানের গণ্ডি টপকে যান বার্মিংহ্যাম ফোনিক্সের বছর কুড়ির ওপেনার। সেই সঙ্গে টুর্নামেন্টের ইতিহাসে চিরস্থায়ী জায়গা করে নেন তিনি।
এজবাস্টনে দ্য হান্ড্রেডের অষ্টম ম্যাচে সম্মুখসমরে নামে বার্মিংহ্যাম ফোনিক্স ও সার্দার্ন ব্রেভ। টস হেরে শুরুতে ব্যাট করতে নামে বার্মিংহ্যাম। নির্ধারিত ১০০ বলে তারা ৪ উইকেটের বিনিময়ে ১৭৬ রান তোলে।
একাই ইনিংসের অর্ধেক বল খেলেন স্মিড। তিনি মাত্র ২৫ বলে হাফ-সেঞ্চুরির গণ্ডি পার করেন। শেষমেশ ৫০ বলে ১০১ রান করে নট-আউট থাকেন স্মিড। আগ্রাসী ইনিংসে তিনি ৮টি চার ও ৬টি ছক্কা মারেন। উল্লেখযোগ্য বিষয় হল, দ্য হান্ড্রেডের ইতিহাসে প্রথম ব্যাটসম্যান হিসেবে ব্যক্তিগত শতরান করার রেকর্ড গড়লেন স্মিড।
আরও পড়ুন:- Maharaja T20 Trophy: ৯১ নট-আউট, কাউকে দরকার হল না, টেস্টে ৩০০ করা ভারতীয় তারকা একাই জেতালেন T20 ম্যাচ
এছাড়া ক্রিস বেঞ্জামিন ১২ বলে ১৭ রান করেন। ক্যাপ্টেন মইন আলিও ১২ বলে ১৭ রানের যোগদান রাখেন। লিয়াম লিভিংস্টোন করেন ২০ বলে ২১ রান। ৬ বলে ১০ রান করেন ম্যাথিউ ওয়েড।
আরও পড়ুন:- ১০০ বা ২০০ নয়, একেবারে ৬০০! বাইশ গড়ে বিশেষ রেকর্ড গড়লেন কায়রন পোলার্ড
সাদার্ন ব্রেভের হয়ে ১০টি বল করে ১২ রানের বিনিময়ে ১টি উইকেট নেন মার্কাস স্টইনিস। ২০ বলে ২৯ রান খরচ করে ১টি উইকেট নিয়েছেন ক্রিস জর্ডন। জ্যাক লিনটট ২০ বলে ৩৩ রান উপহার দিয়ে ১ উইকেট নিয়েছেন। জেমস ফুলার ১৫ বলে ২৬ রান দিয়ে ১টি উইকেট পকেটে পোরেন। উইকেট পাননি জর্জ গার্টন ও টাইমাল মিলস।
For all the latest Sports News Click Here