The Hundred-এ প্রথম হ্যাটট্রিক, ইতিহাস গড়ে ওয়ার্নকে শ্রদ্ধাঞ্জলি অজি স্পিনারের
ক’দিন আগে বার্মিংহ্যামে বার্বাডোজের বিরুদ্ধে নিশ্চিত হ্যাটট্রিক হাতছাড়া হয়েছিল অ্যালানা কিংয়ের। হ্যাটট্রিক বলে সহজ ক্যাচ মিস করেছিলেন মেগ ল্যানিং। তবে সপ্তাহ ঘুরতে না ঘুরতে সেই আক্ষেপ মিটিয়ে নিলেন অ্যালানা। এবার ম্য়াঞ্চেস্টারে হ্যাটট্রিক করে ইতিহাসে চিরস্থায়ী জায়গা করে নিলেল অজি লেগ-স্পিনার।
আসলে মেয়েদের দ্য হান্ডেডে প্রথম বোলার হিসেবে হ্যাটট্রিক করার কৃতিত্ব অর্জন করলেন অ্যালানা। ওল্ড ট্র্যাফোর্ডে ম্যাঞ্চেস্টার অরিজিনালসের বিরুদ্ধে ট্রেন্ট রকেটসের হয়ে এমন দুর্দান্ত কৃতিত্ব অর্জন করেন অজি স্পিনার। তিনি ১৫ রানে ৪ উইকেট নিয়ে ম্যাচের সেরা ক্রিকেটার নির্বাচিত হন।
প্রথমে ব্যাট করে ট্রেন্ট নির্ধারিত ১০০ বলে ৫ উইকেটের বিনিময়ে ১১৯ রান তোলে। অ্যাবিগালি ফ্রিবর্ন ৪৫ রান করেন। মাত্র ৯ বলে ১৯ রান করে নট-আউট থাকেন অ্যালানা কিং। ২টি উইকেট নেন দিয়েন্দ্রা ডটিন। ১টি করে উইকেট নেন কেট ক্রস, হ্যানা জোনস ও সোফি একলেস্টোন।
পালটা ব্যাট করতে নেমে ম্যাঞ্চেস্টার ৮৭ বলে ৭৬ রান তুলে অল-আউট হয়ে যায়। ৪৩ রানে ম্যাচ জেতে রকেটস। লিজেল লি ১৭, গ্রিফিত ১২ ও ক্যাম্পবেল ১৩ ছাড়া আর কেউ দু’অঙ্কে পৌঁছতে পারেননি।
ইনিংসের ৫৩, ৫৪ ও ৫৫তম বলে অ্যালানা আউট করেন যথাক্রমে গ্রিফিত, একলেস্টোন ও কেট ক্রসকে এবং ব্যক্তিগত হ্যাটট্রিক পূর্ণ করেন। তার আগে দিয়েন্দ্রা ডটিনের উইকেটটিও তুলে নেন তিনি।
ম্যাঞ্চেস্টারে হ্যাটট্রিক করার পরে প্রয়াত শেন ওয়ার্নকে শ্রদ্ধার্ঘ্য জানান কিং। যে মাঠে কিংবদন্তি ওয়ার্ন শতাব্দীর সেরা ডেলিভারি করেছিলেন, সেখানেই হ্যাটট্রিক করে ইতিহাস গড়ার পরে অ্যালানা বলেন, ‘আশা করি উনি (শেন ওয়ার্ন) নীচে দেখছেন এবং আমি বল ঘোরাতে পারছি বলে গর্ববোধ করছেন।’
For all the latest Sports News Click Here