Taz: ‘কোই মিল গায়া’ খ্যাত গায়ক তারসেম সিং সাইনি প্রয়াত, শোকবার্তা হৃতিকের
ফের একবার শোকসংবাদ গানের জগত থেকে। চলে গেলেন লন্ডন নিবাসী ভারতীয় পপ তারকা তারসেম সিং সাইনি (Tarsem Singh Saini), যিনি অনুরাগীদের কাছে ট্যাজ (Taz) নামেই জনপ্রিয় ছিলেন। গত ২৯শে এপ্রিল প্রয়াত হন এই পপ তারকা। বয়স হয়েছিল মাত্র ৫৪ বছর। হার্নিয়ায় আক্রান্ত ছিলেন ট্যাজ, গত দু-বছর ধরে লড়াই করছিলেন এই রোগের সঙ্গে। পরবর্তীতে লিভার বিকল হয়ে যাওয়ায় কোমায় চলে যান গায়ক।
‘হিট দ্য ডেক’ অ্যালবমের সঙ্গে খ্যাতির শিখরে উঠে এসেছিলেন ট্যাজ। পপ ব্যান্ড ‘স্টিরিও নেশন’-এর লিড সিঙ্গার ছিলেন তিনি। ক্রস-কালচ্যারাল এশিয়ান ফিউসন মিউজিকের পুরোধা বলা যেতে পারে তাঁকে। নব্বইয়ের দশকে এবং নতুন শতাব্দীর গোড়ায় বহু হিট পপ গান ভারতীয়দের উপহার দিয়েছেন তিনি। তাঁর কেরিয়ারের সবচেয়ে সফল অ্যালবাম Slave II Fusion, এই অ্যালবামের অংশ ছিল ‘প্যায়ার হো গায়া’, ‘নাচাঙ্গে সারি রাত’, ‘গল্লা গোরিয়াঁ’র মতো চার্টবাস্টার গান।
নতুন শতাব্দীতে বেশ কিছু বলিউডি ছবিতেও গান গেয়েছেন ট্যাজ। যার মধ্যে অন্যতম ‘কোই মিল গয়া’ ছবির ইটস ম্যাজিক। গায়কের মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন অভিনেতা হৃতিক রোশন। রবিবার দুপুরে টুইট বার্তায় ‘কোই মিল গায়া’ ছবির নায়ক লেখেন, ‘কোই মিল গায়া ছবির ইটস ম্যাজিক গানে ম্যাজিকটা যোগ করেছিলেন ট্যাজ, নিজের কন্ঠের জাদুর সঙ্গে। ভগবান তাঁর পরিবারকে শক্তি দিন, প্রার্থনা রই। আপনাকে সবাই মিস করবে। RIP’।
হৃতিক-প্রীতি অভিনীত এই ছবি ছাড়াও তুম বিন ছবির ‘দারু বিচ প্যায়ার’, বাটলা হাউস ছবির ‘গল্লা গোরিয়াঁ’ গানটিও গেয়েছেন তিনি। পপ গায়কের মৃত্যুতে শোকস্তব্ধ গোটা সঙ্গীত জগৎ। শোকপ্রকাশ করেছেন মিক সিং, আমলা মালিক, জসবীর জস্সিরা স্মরণ করে নিয়েছেন প্রয়াত গায়ককে। ভারতীয় সংগীতকে আন্তর্জাতিক স্তরে জনপ্রিয় করবার জন্য ট্যাজের অবদান ভোলবার নয়।
For all the latest entertainment News Click Here